সমীরণ পাল, দক্ষিণ ২৪ পরগনা: বারাসতে (Barasat) বেআইনি বাজির গুদাম, গ্রেফতার মালিক। ধৃতের নাম মহম্মদ নজরুল ইসলাম। ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের (High Court)। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের পর বারাসাতে (Barasat) বেআইনি বাজির গুদামে হানা দেয় এসটিএফ। ৫ ট্রাকভর্তি বেআইনি বাজিও বাজেয়াপ্ত করা হয়। সেই ঘটনায় গ্রেফতার বারাসাতের বেআইনি বাজির গুদামের মালিক মহম্মদ নজরুল ইসলাম। আগেই গ্রেফতার মহম্মদ নজরুলের ভাই। দত্তপুকুরের বিভিন্ন জায়গায় বাজির মশলা সরবরাহ করতেন মহম্মদ নজরুল, পুলিশ সূত্রে দাবি । 


দত্তপুকুরের পর বারাসাতেও মিলেছিল বেআইনি বাজির হদিশ


 ২৯ অগাস্ট বারাসাতের আক্রমপুর টালিখোলায় পরপর দুটি গুদামে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি-সহ মোট ৫৮ টন বাজি উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ। গ্রেফতার করা হয় গুদাম মালিকের ভাই ইউন্নিস আলিকে। দত্তপুকুর বিস্ফোরণের পর উত্তর ২৪ পরগনা জেলায় পুলিশি ধরপাকড় বাড়ে। তার মধ্যেই চলছে বেআইনি বাজি পাচার। এদিন রাতে আমডাঙা থেকে তিন ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করে বেঙ্গল এসটিএফ। ঘোলায় বাজেয়াপ্ত করা হয় দু’ ট্রাক বোঝাই নিষিদ্ধ বাজি। আমডাঙা ও ঘোলা মিলিয়ে প্রায় ৫০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে দাবি করে বেঙ্গল এসটিএফ। দুটি জায়গা থেকে গ্রেফতার মোট ৪ জন।


দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে


এ নিয়ে বিভিন্ন প্রশ্ন যখন জোরাল হচ্ছিল, তখন দত্তপুকুরে বেআইনি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর অবশেষে অবৈধ বাজি উদ্ধারে পুলিশি তৎপরতা চোখে পড়তে শুরু করে। দত্তপুকুরের পর বারাসাতেও মেলে বেআইনি বাজির হদিশ।  


গত মঙ্গলবার, বারাসাতের আক্রমপুর টালিখোলায় পরপর দুটি গুদামে হানা দিয়ে, নিষিদ্ধ শব্দবাজি-সহ মোট ৫৮ টন বাজি উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ। গ্রেফতার করা হয় গুদাম মালিকের ভাইকে। আমডাঙা থেকে ৩ ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করে বেঙ্গল STF নিউ ব্যারাকপুরের তালবান্দায় বাজেয়াপ্ত করা হয় ২ ট্রাক বোঝাই নিষিদ্ধ বাজি। আমডাঙা এবং তালবান্দা মিলিয়ে প্রায় ৫০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে দাবি করেছে বেঙ্গল STF।


আরও পড়ুন: Md Salim: 'ভাইপোকে কেন বিদেশে যেতে সুযোগ দেওয়া হচ্ছে?..', ফের সেলিমের মুখে মোদি-মমতা সেটিং-তত্ত্ব