সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি নগদ টাকা, গয়না। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে খাটের তলা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সতের কোটি টাকা। বঙ্গবাসী যখন হঠাৎ করে খাটের তলায় কিংবা ওয়ার্ড্রোব থেকে উদ্ধার কোটি কোটি টাকা দেখতে অভ্যস্ত হয়ে উঠছে, তখন লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।
৬১ লক্ষ টাকা উদ্ধার
তাও আবার শহরের খুব কাছে নৈহাটি থেকে। জানা গিয়েছে, সন্দেহভাজনকে আটক করেছে নৈহাটি জিআরপি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার করে বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নন্দীগ্রামে টাকা উদ্ধার
কিছুদিন আগেই পুজোর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুরে দিনমজুরের বাড়ি থেকে ২ লক্ষ টাকা ও গয়না উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নন্দীগ্রামে জব্বার আলি বেগের বাড়িতে হানা দেয় পুলিশের একটি দল। বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ২ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকার সোনার গয়না। ৬ লক্ষ টাকা দিয়ে সম্পত্তিও কিনেছেন জব্বার আলি। এই টাকার উৎস ঘিরেও রহস্য রয়েছে। এলাকায় দিনমজুরের কাজ করতেন জব্বার। ওড়িশায় গিয়েছিলেন ছাটাই লোহার ব্যবসা করতে। পুলিশি অভিযানের ১ সপ্তাহ আগেই বাড়ি ফেরেন তিনি। ফেরার পর থেকেই তাঁর চালচলনে অসঙ্গতি দেখা যায়। নগদ টাকায় জমি কেনার কথাও চলছিল জব্বারের। তারপরই পুলিশ তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে।
এখন নৈহাটিতে ধরা পড়া যুবক ৬১ লক্ষ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, এই টাকা তিনি কোথা থেকে পেলেন, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ওই যুবক কি কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত?
দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, স্থানীয় ভিড় জমাতেই ভিডিও ভাইরাল