সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হেলমেট বিহীন বাইক আরোহীদের আটক করায়, উত্তর ২৪ পরগনার ঘোলায় আক্রান্ত পুলিশ। এসআই ও সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে কিল, চড়, ঘুসি। পুলিশের ওপর হামলার ভিডিও ভাইরাল। রবিবার রাতে ঘটনাটি ঘটে সোদপুরের HB টাউন মোড়ে। নাকা চেকিংয়ের সময় হেলমেট বিহীন দুই বাইক আরোহীকে আটকানোয়, মহিলা আরোহী পুলিশের ওপর চড়াও হন। তাঁর ইন্ধনেই স্থানীয়রা ঘোলা থানার এসআই ও সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহ করে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাইক চালক অভিজিৎ সাহা। ধৃত সোদপুরের নাটাগড়ের বাসিন্দা। 


অন্যদিকে, ঝাড়গ্রামের টুঙ্গাধোয়া গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় সাঁকরাইল থানার ওসি-র। ভাইরাল ভিডিও। ছবিতে দেখা যায়, রাস্তায় পড়ে গিয়ে বিজেপি প্রার্থী বলছেন, এরা পুলিশ না কি গুন্ডা? ঝাড়গ্রাম জেলা পরিষদের ১১ নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছেন ক্যান্সার আক্রান্ত শুভঙ্কর মাহাতো। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নিতে চাপ দিচ্ছিলেন সাঁকরাইল থানার ওসি খন্দকার সইফুদ্দিন আহমেদ। রাজি না হওয়ায় মারধর করা হয়। পুলিশের দাবি, গন্ডগোলের খবর পেয়ে গ্রামে গেলে ওই বিজেপি প্রার্থীই ওসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তাই নিয়েই গন্ডগোল। আপাতত হাসপাতালে ভর্তি বিজেপি প্রার্থী। 


গরু চোর সন্দেহে গণপিটুনিকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র নদিয়ার ধানতলার কুলগাছি এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ২ জন পুলিশ কর্মী আক্রান্ত হন। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, এলাকা থেকে বেরোনোর সময়, পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়। আরও ২ গ্রামবাসী আহত হন। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, গরু চোর সন্দেহে গণপিটুনির খবর পেয়ে, উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ির ওপর চড়াও হয় গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। 
একজন এসআই ও কনস্টেবল আহত হন। অন্ধকারে বেরোনোর সময়, গাড়ির ধাক্কায় ২ জন আহত হন। পরে একজনের মৃত্যু হয়। 
সকালে ঘটনাস্থলে যান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। 


গতকাল পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী। এমনই অভিযোগ উঠল নারকেলডাঙায়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রাজা দীনেন্দ্র স্ট্রিটে। আহত মহিলার দাবি, পুলিশ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারেন। আহত মহিলাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয়েছে। বাইক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। 
সত্যজিৎ