উত্তর ২৪ পরগনা: বাকিবুর, জ্য়োতিপ্রিয়র পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর (Sankar Adhya) ১৪ দিনের ইডি হেফাজত। তাঁকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। বনগাঁয় শঙ্কর আঢ্যর গ্রেফতারি সময় আক্রান্ত হয় ইডি। ইডিকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর অনুগামীরা। শঙ্কর আঢ্যকে সিজিওতে নিয়ে যাওয়ার সময়ও ইডির গাড়িতে হামলা হয়। ইডির গাড়ি ভাঙচুর করে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর অনুগামীরা। 


বাকিবুর রহমান, জ্য়োতিপ্রিয় মল্লিকের পর এবার রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ED-র জালে শঙ্কর আঢ্য। গতকাল ১৭ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথিও। শুক্রবার রাজ্যে ১২ টি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চায় ED। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য একাধিক ঠিকানাতেও হানা দেন ED আধিকারিকরা।


বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়ি ও তাঁর শ্বশুরবাড়ি, গাইঘাটায় তাঁর ভাই মলয় আঢ্যর আইসক্রিম ফ্যাক্টরি, শঙ্কর আঢ্যর দুই কর্মচারী বাড়ির পাশাপাশি বাঘাযতীনে তৃণমূল নেতার চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও। ম্যারাথন তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ED। গ্রেফতারির খবর চাউর হতেই ED আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল নেতার অনুগামীরা। আজই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে।


শুক্রবার সন্দেশখালিতে অভিযানে গিয়ে ভয়াবহ ভাবে  আক্রান্ত হন ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা । এদিনই ১৭ ঘণ্টা ধরে তল্লাশির পর  শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাকে গাড়িতে তোলার সময় আবার রণক্ষেত্রের চেহারা নেয় বনগাঁ। মূল নেতাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময়, তুলকালাম বেধে যায়। মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ED-র গাড়ি আটকানোর চেষ্টা করেন তৃণমূল নেতার অনুগামীরা। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করায় পিছু হঠে বিক্ষোভকারীরা।


এর পর ধৃত তৃণমূল নেতা ও ২ জন ইডি অফিসারকে নিয়ে কোনওক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় ED-র গাড়ি। পিছনে ED-র আরেকটি গাড়ির কাচ ইট মেরে ভেঙে দেন ধৃত তৃণমূল নেতার অনুগামীরা। 


আরও পড়ুন: Suvendu Adhikari: 'মাস্টারমাইন্ড মমতা', BJP-র প্রতিবাদ সভায় কী নিয়ে বিস্ফোরক শুভেন্দু ?