কলকাতা :  সন্দেশখালির ঘটনার প্রায় এক বছর পর, অবশেষে সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।সাধারণের হাতে সরাসরি সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তার আগেই তৃণমূল শিবিরে এলেন সন্দেশখালি আন্দোলনের মুখ ! বিজেপি প্রার্থী রেখা পাত্রর রাজনৈতিক গুরু। 


মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লেখান কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মণ্ডল রেখা পাত্রর রাজনৈতিক গুরু বলে পরিচিত। মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাওয়ার আগে অন্যতম আন্দোলনকারীর তৃণমূলে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে যোগ দিয়েছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়। আর সুজয় নিজে বললেন, 'তৃণমূলে যোগদানের প্রথম এবং প্রধান কারণ হল, প্রথম থেকেই আমি এই তৃণমূল দলটাকে ভালবাসতাম, করতাম, সদস্য-সমর্থক হিসেবে ছিলাম। মাঝখানে গুটিকয় ব্যক্তি, যারা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই দলটাকে ব্যবহার করে তৃণমূলের বদনাম করে যাচ্ছিল। তীরা হচ্ছে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের এই কীর্তিকলাপ আমার ঠিক পছন্দ হয়নি। যে কারণে আমি এদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। '                  


কয়েক মাস আগে ভাইরাল অডিও-কাণ্ডে নাম জড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী এই সুজয় মণ্ডলের। সন্দেশখালিকাণ্ডে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তাতে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যায় কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডলকে। ভাইরাল অডিওতে বিজেপির বিরুদ্ধে সন্দেশখালির মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগও শোনা যায় সেই কণ্ঠে । প্রথমে ভাইরাল অডিও নিজের বলে দাবি করেন সুজয় মণ্ডল । কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করে নেন তিনি।  কিন্তু পরে তা অস্বীকার করেন । ১৮০ ডিগ্রি ঘুরে সুজয় বলেন, 'আমি তৃণমূলে যাইনি বলে আজকে আমার নামে এই নোংরামোটা করা হল। আমার ভয়েস বিকৃত করা হয়েছে। কারা করেছে, এটা বিচার এবং বিশ্লেষণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। তদন্ত করে দেখুক। আমি এটা নিয়ে নিশ্চই লিগাল অ্যাকশন নেব।' 


যে সুজয় অভিযোগ করে ছিলেন, তৃণমূলে যোগ না দেওয়ায় তাঁকে হেয় করার চেষ্টা হচ্ছে, সেই মানুষই কয়েক মাসে ভোলবদল করে ফেললেন। এবার সেই তৃণমূলেই নাম লিখিয়ে ফেললেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডল, তাও আবার মুখ্যমন্ত্রীর সফরের আগেই, শেখ শাহজাহানের গ্রেফতারির ঠিক এক বছরের মাথায়। 


আরও পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ! বাজারে ছড়িয়ে পড়ছে 'ভুয়ো টাকা'?