উত্তর ২৪ পরগনা: পুরনো মারামারির মামলায় ফেরার তৃণমূল কর্মীকে (TMC Worker) এলাকায় ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ। ইট দিয়ে তৃণমূল কর্মীর মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ঘোলা থানার অপূর্ব নগরে। মৃতের নাম বিষ্ণু বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর সময় মারামারির ঘটনায় পুলিশের খাতায় নাম ছিল তৃণমূল কর্মীর। 


অন্যদিকে, বর্ষশেষ ও বর্ষবরণের মাঝে কড়া নজর রাখছিল কলকাতা পুলিশ (Kolkata Police) তথা রাজ্য পুলিশ। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেইজন্য রাতভর কড়া নজর রেখেছিল পুলিশ প্রশাসন। কিন্তু তারপরেও ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পিকনিকে নাচতে না দেওয়ায় বচসার জেরে বর্ষবরণের রাতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।                                                             


পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাত। ঘড়ির কাটায় তখন আনুমানিক ২ টা ৩৫ নাগাদ। শুভেন্দু নস্কর (২৮) নামে এক ব্যাক্তি প্রবীর মন্ডল(৩৮) নামে এক ব্যাক্তিকে মোটা লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। পুলিশকে দেওয়া প্রত্যক্ষদর্শী নিত্যানন্দ সর্দারের বয়ান অনুযায়ী গতকাল বর্ষবরণের রাতে পাড়ারই কয়েকজন যুবক মাইক বাজিয়ে নৈশ ভোজ করছিল। সেই সময়ই অভিযুক্ত শুভেন্দু নস্কর সেখানে নাচবার জন্য যায়। সেই সময় কমবেশি প্রায় সকলেই মদ্যপ অবস্থায় ছিল।


কিছুদিন আগে বর্ধমানেও শহরে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে খুন করা হয় প্রতিবাদী তৃণমূলকর্মীকে। পরিবারের দাবি, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছিল। ঘটনা ঘিরে শুরু হয় রাজনীতির তরজা। নেপথ্যে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে অভিযোগ করে বিজেপি। 'ব্যক্তিগত শত্রুতা, দলের যোগ নেই' পাল্টা দাবি করে তৃণমূল।


নিহতের মাম ন্দিরা মহন্ত বলছেন, 'পুরনো শত্রুতা, ও থাকাকালীন কোনও খারাপ কাজ করতে দেবে না বলেছিল'। রাস্তায় পড়ে চাপ চাপ রক্ত! পাশ দিয়ে চলে যাচ্ছে একের পর এক গাড়ি। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে, এখানেই নির্মমভাবে খুন করা হয় স্থানীয় এক তৃণমূল কর্মীকে! বর্ধমান শহরের ব্য়স্ততম এলাকায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘিরে আতঙ্কিত এলাকার মানুষ!