সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক সংগ্রাহকের কাছ থেকে উদ্ধার করা হল প্রচুর প্রত্নসামগ্রী। দেগঙ্গা থানার পুলিশকে সঙ্গে নিয়ে জিনিসগুলি উদ্ধার করে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এন্ড অফিসিয়াল ট্রাস্টি। আসাদুজ্জামান নামে ওই সংগ্রাহকের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসগুলি তুলে দেওয়া হবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে প্রাচীন দেবদেবীর মূর্তি, হাতির দাঁত, হরিণের পা সহ ১৫ রকম বহুমূল্য জিনিস। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। এগুলি নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে বলে জানানো হয়েছে। 


উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় উদ্ধার হল ১০০ কোটি টাকা মূল্যের প্রত্নসামগ্রী। দেগঙ্গার হাদিপুরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তল্লাশি অভিযান। 


বিক্রির খোঁজে?
মোটা টাকায় বিক্রি করার জন্যে ওই ব্যক্তির দোতলার তিনটি ঘরে মজুত করা ছিল দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক জিনিস। 


কী কী ছিল?
প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে, মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক নানা প্রত্নসামগ্রী পাওয়া গিয়েছে। পাশাপাশি সেখানে কুষাণ বংশের সমসাময়িক প্রাচীন জিনিসপত্রও পাওয়া গিয়েছে। 


গোপন সূত্রে খবর, অ্যান্টিক জিনিসের ক্রেতা সেজে হানা দেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মী-আধিকারিকরা। জানিয়েছেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক বিপ্লব রায়।


আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূত্রে খবর, উদ্ধার হওয়া জিনিসের দাম প্রায় ১০০ কোটি টাকা। তল্লাশি অভিযানে নামা, আধিকারিকদের দাবি, রাজ্যের সব থেকে বড় অ্যান্টিক অপারেশন এটি। 

আরও চুরি:
ব্য়বসায়ীর (Businessman) মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না লুঠের অভিযোগ উঠল মালদার (Malda) চাঁচলে। এদিকে, একই দিনে মানিকচকে, আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র? দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে, মালদায় ফের আগ্নেয়াস্ত্রের আস্ফালন। চাঁচলে, ব্য়বসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। অন্য়দিকে, মানিকচকে, আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। বৃহস্পতিবার রাত, চাঁচোলের আশ্বিনপুর গ্রামে, পেশায় মাছের ব্য়বসায়ী মনুয়ারুল আলির বাড়িতে হানা দেয় দুষ্কৃতী দল। বাড়ির ছাদে উঠে, সিঁড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে মুখ ঢাকা ৪-৫ জন দুষ্কৃতী। অভিযোগ, ব্য়বসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে,নগদ তিন লক্ষ টাকা  ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।          

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার