সমীরণ পাল, মধ্যমগ্রাম: ফি কমানোর দাবিতে বিক্ষোভ চলাকালীন টিএমসিপির (TMCP) বিরুদ্ধে এপিসি কলেজের (APC College) পড়ুয়াদের মারধরের অভিযোগ। মধ্যমগ্রামে (Madhyamgram) অবরোধ করল এসএফআই (SFI)। সিপিএমের (CPM) ছাত্র সংগঠনের অবরোধে আটকে পড়ে মুকুল রায়ের (Mukul Roy) কনভয়।


সোমবার এপিসি কলেজে (APC College)  বিক্ষোভ চলাকালীন পড়ুয়াদের উপর চড়াও হন কয়েকজন যুবক। শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। এই অভিযোগে গতকাল বুধবার, পথে নামে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। মধ্যমগ্রাম উড়ালপুলের (Madhyamgram Flyover) কাছে সোদপুর-বারাসাত রোড (Sodepur-Barasat Road) অবরোধ করা হয়। এসএফআইয়ের অবরোধে আটকে পড়ে মুকুল রায়ের (Mukul Roy) কনভয়। কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়কের (MLA) গাড়ি ঘিরে চলে বিক্ষোভ।


আরও পড়ুন: Alipore Police Station: বিল বাঁচাতে অভিনব উদ্যোগ, আলিপুর থানায় সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত


ফি (Fee) কমানোর দাবিতে কয়েক দিন ধরে, আন্দোলন চালাচ্ছেন নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের (Acharya Prafulla Chandra College, New Barrackpore) পড়ুয়াদের একাংশ। এবার সেই আন্দোলন চলে এল রাস্তায়। এপ্রসঙ্গে এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ কর বলেন, “এপিসি কলেজে ফি কমানোর দাবিতে ছাত্রদের আন্দোলনে উপর টিএমসিপি আক্রমণ করেছে। আক্রান্তের বাড়িতে টিএমসিপি হুমকি দিয়েছে। যাঁর হাতে মানুষের হাতের টাকা, রক্ত লেগে আছে তাঁকে ছাড়বে কেন ছাত্ররা?’’


টিএমসিপির অভিযোগ, প্রথম থেকেই আন্দোলনে মদত ছিল এসএফআই-এর। এবার তা প্রকাশ্যে চলে এল।  মধ্যমগ্রাম টাউন (Madhyamgram Town) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিরূপ চক্রবর্তী বলেন, “কলেজের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ রাখা উচিত। প্রিন্সিপালের (Principal) সঙ্গে কথা বললেই হয়। রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে হয়রান করছে। মানুষকে বিরক্ত করা।’’ প্রায় কুড়ি মিনিট চলে অবরোধ। বিক্ষোভকারীদের সরিয়ে মুকুল রায়ের কনভয় বের করে দেয় পুলিশ।


আরও পড়ুন: North Dinajpur News: করোনা আক্রান্ত তিন পড়ুয়া, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত