সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের বেসরকারি ইংরেজি (Private English Medium School) মাধ্যম স্কুলে করোনা আক্রান্ত (Corona) নবম শ্রেণির তিন পড়ুয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন।


স্কুল সূত্রে খবর, সোমবার এক ছাত্রীর করোনা (Corona) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফেরত পাঠানো হয় বাড়িতে। এরপর ওই ক্লাসের সমস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের টেস্ট করানো হয়। গতকাল আরও দুই ছাত্রের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্যানিটাইজ (Sanitize) করা হয় স্কুল চত্বর। 


এদিকে, চাঁচল কলেজের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের অধ্যাপিকা করোনা আক্রান্ত। গত কয়েকদিন ধরে তাঁর উপসর্গ ছিল।  দু’দিন আগে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। গতকাল তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে কলেজেও এসেছেন বলে জানা গিয়েছে। এক অধ্যাপিকা করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে।  চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় বলেন, “বিষয়টি আজ আমাদের সামনে এসেছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে কলেজ বন্ধ রাখা যায় কি না সে বিষয়ে আলোচনা চলছে।’’ 


দেশে এবং রাজ্যে ক্রমাগত বাড়ছে ওমিক্রন আক্রান্তের (Omicron) সংখ্যা। বুধবারই পশ্চিমবঙ্গে (West Bengal) হদিশ মিলেছে নতুন ৫ ওমিক্রন আক্রান্তের। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩২,৯০৬ জন। বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৯,৭৪৫ জনের। 


আরও পড়ুন: North 24 Parganas: এপিসি কলেজের পড়ুয়াদের মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, ধুন্ধুমার মধ্যমগ্রামে