সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাগদায় BNP-র নেতা রিজাউল মণ্ডলের স্ত্রীকে গ্রেফতার করল বাগদা থানা। অভিযোগ মৃত শাশুড়িকে মা বানিয়ে এই ভোটার কার্ড তৈরি করান রেজাউল। তারপরে বড় ছেলেকে নিয়ে বাংলাদেশে পালান তিনি। বাংলাদেশের নাগরিককে বেআইনিভাবে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করার অভিযোগে ধৃত BNP নেতার স্ত্রী।
অনুপ্রবেশকারী বনাম বাংলাভাষী ইস্যুতে যখন তোলপাড় হচ্ছে রাজ্য তখনই উত্তর ২৪ পরগনার বাগদায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশের অন্য়তম প্রধান দল BNP-র নেতা, তাঁর কাছেই নাকি রয়েছে এরাজ্যের ভোটার কার্ড। অভিযোগ সেই ভোটার কার্ড নিয়েই বাংলাদেশে পালিয়েছেন তিনি। বাবার সঙ্গে পালিয়েছে বড় ছেলেও। তদন্তে নেমে অভিযুক্তের স্ত্রীকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বাংলাদেশের নাগরিককে বেআইনিভাবে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করার অভিযোগে ধৃত BNP নেতার স্ত্রী। শুধু তাই নয় অভিযোগ, মৃত শাশুড়িকে মা বানিয়ে এই ভোটার কার্ড তৈরি করিয়েছেন বাংলাদেশি নাগরিক রিজাউল মণ্ডল। ৩০ বছর আগে বাগদার বাগী গ্রামের বাসিন্দা শেরফুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় BNP নেতা রিজাউল মণ্ডলের। তাঁদের ৩ সন্তান রয়েছে। শুধু রিজাউল নয় তাঁর ছেলের সম্পর্কেও প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পকসো মামলায় অভিযুক্ত ফিরোজ মণ্ডলকে খুঁজছিল বনগাঁ থানা। তদন্তে নেমে জানা যায়, সে বাংলাদেশে পালিয়েছে। ফিরোজ মণ্ডল বাবা BNP-র নেতা রিজাউল। রিজাউলের স্ত্রীর দাবি, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরে যান স্বামী। বাংলাদেশের নাগরিকের স্ত্রী শেরফুল মণ্ডল জানান, "প্রাথমিকভাবে আমি জানতাম না যে স্বামী বাংলাদেশী। আমার মাকে মা বানিয়ে ভোট বানিয়েছিলেন। এক-দেড় বছর আগে বাংলাদেশ চলে গিয়েছে, পরবর্তীতে আমার বড় ছেলেও বাংলাদেশে চলে গিয়েছে।''
এদিকে রাজ্যে শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ প্রেসিডেন্সি ডিভিশনের কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেখানে বুথ লেভেল অফিসারদের যে বই দেওয়া হয়েছে, তাতে রয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে নির্দেশিকা। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় সংশোধন একটি চলমান প্রক্রিয়া। কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা--৫টি জেলা মিলিয়ে ১০৮টি বিধানসভা রয়েছে। যার মধ্যে কলকাতার ১১, হাওড়ার ১৬, নদিয়ার ১৭, উত্তর ২৪ পরগনার ৩৩ এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনের জন্য ৯৭২ জন প্রশিক্ষণ নেবেন। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক হয়েছে। আগামীকাল মেদিনীপুর ডিভিশন এবং সোমবার উত্তরবঙ্গে বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক হবে।