সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরসভা নির্বাচনের (WB Municipal Polls 2022) প্রচারে প্রয়াত রাষ্ট্রপতি থেকে সেনা আধিকারিকের ছবি। তা নিয়ে ফের বিতর্কের মুখে পড়ল বিজেপি। তাদের একযোগে আক্রমণ করেছে তৃণমূল (TMC) এবং সিপিএম (CPM)। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে সম্মানীয় ব্যক্তিদের ব্যবহার করছে বিজেপি (BJP)।


সামনেই পুরসভা নির্বাচন। তার আগে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বনগাঁয় (Bangaon News) জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। সেখানে ছয় নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অন্বেষা সাহা। তাঁর প্রচারেই প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম (APJ Abdul Kalam), গত বছর প্রয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) ছবি নিয়ে রাখা হয় বলে অভিযোগ।


প্রচারের যে ছবি এবং ভিডিয়ো উঠে এসেছে, তাতে টোটোয় বাঁধা ফ্লেক্সের এক দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেখা গিয়েছে।


আরও পড়ুন: Sadhan Pande Demise: 'শান্তি পাক বিদেহী আত্মা', সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ শুভেন্দুর


অন্য দিকে, ফ্লেক্সের একেবারে উপরে ভারতীয় জনসংঘের প্রয়াত সভাপতি দীনদয়াল উপাধ্যায়ের ছবি, তার ঠিক নীচে প্রয়াত রাষ্ট্রপতি কালাম এবং তার নীচে রাওয়াতের ছবি থাকতে দেখা গিয়েছে। সেই নিয়েই প্রশ্ন তুলছে তৃণমূল এবং বামেরা। তাদের প্রশ্ন, রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধান রাজনীতির ঊর্ধ্বে। বিজেপি-র ভোটের প্রচারে তাঁদের ছবি কেন? যদিও বিজেপি-র যুক্তি, দু’জনেই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তাই প্রচারে তাঁদের ছবি রাখা হয়েছে।


ওই ছয় নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অন্বেষা সাহা বলেন, “ধর্ম বিচার করে নয়। কালাম সবার উপরে। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। বিপিন রাওয়াতও অনেক ভাল কাজ করেছেন। তাই সম্মান জানিয়ে ছবি রেখেছি।”


যদিও এই যুক্তি মানতে নারাজ তৃণমূল এবং বামেরা। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভআনেত্রী আলোরানি সরকার বলেন, “এটা কাঁঠালের আমসত্ত্ব নাকি, আমসত্ত্বে কাঁঠালের, বুঝতে পারছি না। এ ভাবে ছবি ব্যবহার করা যায় না।”


বনগাঁ শহরের সিপিএম সম্পাদক সুমিত করের কথায়, “যারা রাজনীতির ঊর্ধ্বে, তাঁদের ছবি এভাবে প্রচারে ব্যবহার ঠিক নয়।”