সমীরণ পাল, ব্যারাকপুর: প্রাক্তন সিপিএম (CPM) সাংসদ তড়িৎবরণ তোপদারের (Tarit Baran Topdar) বাড়িতে আচমকাই হাজির তৃণমূলের (TMC) বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দুই নেতার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। যদিও এই সাক্ষাৎ রাজনৈতিক নয়, নেহাত সৌজন্য সাক্ষাৎ বলে দাবি উঠছে দু'তরফেই। তবে এককালের দাপুটে সিপিএম নেতার বাড়িতে আচমকা তৃণমূল বিধায়কের পা রাখা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। 


ব্যারাকপুর এলাকায় একসময়ের দাপুটে সিপিএম নেতা তড়িৎবরণ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বেশ কয়েক বার সাংসদও নির্বাচিত হন তিনি। শুক্রবার আচমকাই তাঁর বাড়িতে হাজির হন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ। বেশ কিছু ক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। রাজনৈতিক জল্পনা উড়িয়ে তড়িৎবরণের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য-সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন রাজ। তড়িৎবরণের ছেলে নীলাদ্রি তোপদার যদিও জানিয়েছেন, ব্যারাকপুর নিয়ে ছবি তৈরি করতে চান চিত্রপরিচালক থেকে বিধায়ক হওয়া রাজ। সেই কারণেই বাড়ি বয়ে গিয়ে তড়িৎবরণের সঙ্গে সাক্ষাৎ।


এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন নীলাদ্রি। তিনি বলেন, "উনি (রাজ) বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করবেন। বাবা বাড়িতেই ছিলেন। তবে কী কথা হয়েছে বলতে পারব না। অফিস থেকে ফিরে এসে দেখলাম। বাবার সঙ্গে ব্যারাকপুরের রাজনীতি নিয়ে কথা হয়েছে বলে জানলাম। আগে কী পরিস্থিতি ছিল, এখন শান্ত হল কী করে এলাকা, সেই নিয়েই কথা হয় তাঁদের মধ্যে।"


আরও পড়ুন: Bankura News: একটানা ভারী বৃষ্টিতে জলের তলায় সেতু, বিচ্ছিন্ন বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা


রাজ নিজেও সাক্ষাতের কারণ খোলসা করেননি। বরং ধোঁয়শা জিইয়ে রেখে বলেন, "আমি ওঁর সঙ্গে গল্প করতে এসেছিলাম। অনেক অজানা গল্প বললেন ব্যারাকপুরের।" এর মধ্যে কি রাজনৈতিক আলোচনাও ছিল? উত্তরে রাজ বলেন, "আমি রাজনীতির কথা কারও সঙ্গে খুব একটা বলি না।" তথ্যচিত্র তৈরি নিয়েও কিছু খোলসা করেননি তিনি।


তবে তড়িৎবরণের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ ব্যারাকপুর-বারাসাত রোডের ধারে, চন্দনপুরের বাড়িতে তড়িতের সঙ্গে দেখা করতে পৌঁছন রাজ। সন্ধে ৭টা পর্যন্ত তাঁদের মধ্যে কথা হয়। তড়িৎ নিজে যদিও এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি এ নিয়ে। তবে ব্যারাকপুরের রাজনীতি, একসময় যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন তড়িৎবরণ, সে ব্যাপারে বিশদ যানতেই রাজ উপস্থিত হন বলে দাবি পরিবারের।