সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরভোটের (WB Municipal Polls 2022) প্রার্থী নিয়ে একের পর এক অশান্তি। ব্যারাকপুরে(Barrackpore) বিজেপি (BJP) থেকে আসা নেতাকে পুরভোটের টিকিট দিয়ে দলের অন্দরেই ক্ষোভের মুখে তৃণমূল (TMC) নেতৃত্ব। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এলেন দলের কর্মীরা। পথ অবরোধ করে বিক্ষোভ (TMC Protest) দেখান। পরে পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।


বিজেপি-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য (Rabin Bhattacharya)। সম্প্রতি তৃণমূলে তাঁর আগমন ঘটে। তার পরই দলের তরফে পুরভোটে ব্যারাকপুর উত্তর থেকে ২৩ নম্বর ওয়ার্ডের টিকিট দেওয়া হয়েছে তাঁকে। তা নিয়েই অসন্তোষ ধরা পড়েছে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে।


রবীনকে প্রার্থী মানেন না বলে বিক্ষোভে নেমেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। ব্যারাকপুরের মণিরামপুরে পথ অবরোধ করেন তাঁরা। বিক্ষোভ হটাতে এলে পুলিশের সঙ্গেও বচসা শুরু হয় সকলের। শেষে একরকম জোর করেই বিক্ষোভ তুলে দেয় পুলিশ। এ নিয়ে প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের কর্মী-সমর্থকরা। তবে তৃণমূল নেতৃত্ব এ নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত।


আরও পড়ুন: Kharagpur News: নাম রেখেও বাদ পরে, তৃণমূলের প্রার্থী বদল ঘিরে বিক্ষোভ খড়গপুরে`


রবীন ভট্টাচার্যকে মানতে না চেয়ে ব্যারাকপুরের মণিরামপুরে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি হয়। পরে অবরোধ তুলে দেয় পুলিশ। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। সদ্য দলে যোগ দিয়ে টিকিট পাওয়ায় ক্ষোভ, দাবি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


বারাসাতে যশোর রোড কাজিপাড়ায়  এক নম্বর রেলগেটের কাছেও তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেন। বারাসাত পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিলন সর্দারকে মানতে চাইছেন না বলে জানান। মিলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূলে কর্মীরা। 


তবে শুধু ব্যারাকপুর বা বারাসাতই নয়, একাধিক জায়গায় প্রার্থী তালিকা নিয়ে বিরোধ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। খড়গপুর নিজেদের এলাকার প্রার্থী চায় বলে সম্প্রতিই পোস্টার পড়েছিল সেখানে। শুক্রবার সন্ধেয় সেখানে বিজেপি থেকে আসা শৈলেন্দ্র সিংহকে প্রার্থী করে তৃণমূল। কয়েক ঘণ্টা পর সেই নাম তুলেও নেওয়া হয়। তাতেও বিক্ষোভ হয় সেখানে।


এই ঘটনায় রাতেই রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখান শৈলেন্দ্রর অনুগামী এবং সমর্থকেরা।  পুলিশের সামনে, ইন্দা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পথ অবরোধও করা হয়। শৈলেন্দ্র জানান, রাতে আচমকাই প্রার্থী বদল করা হয়েছে বলে জানতে পারেন তিনি। তাতেই তাঁর সমর্থক এবং অনুগামীরা ক্ষুব্ধ হন।