সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাতের (Barasat) হেলা বটতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। রক্ত ঝরে তৃণমূল (TMC) কাউন্সিলরের। পুলিশের সামনেই মারপিটে জড়ান দুই গোষ্ঠীর সদস্যরা। মূল অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা এলাকা ছাড়া রয়েছেন।


মুহুর্মুহু কিল-ঘুসি। পুলিশের সামনেই ঘিরে ধরে মারধর! লাঠি উঁচিয়ে তাড়া। রক্ত ঝরল তৃণমূল কাউন্সিলরের। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলবার দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বারাসাতের হেলা বটতলা। বারাসাত পুরসভার (Barasat Municipality Corporation) ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, টোটো-অটো ইউনিয়নের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় সম্প্রতি, হেলা বড়তলা থেকে অবৈধভাবে একটি টোটো রুট চালু করেছেন।


মঙ্গলবার, ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার প্রতিবাদ করেন। অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার অনুগামীরা কাউন্সিলরের উপর চড়াও হয়। পুলিশের সামনেই দু-পক্ষের মারপিট হয়। এই ঘটনায়, আক্রান্ত হন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও।


১০ নম্বর ওয়ার্ডের আক্রান্ত তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের কথায়, কারও কাছ থেকে ১৫ হাজার, কারও থেকে ১২ হাজার নিয়ে, ও এখানে টোটো রুট বার করেছে, আমার ওয়ার্ডে, আমার সঙ্গে কথা না বলে। আমি প্রতিবাদ করতে এসেছি, ক্রিমিনাল নিয়ে এসেছিল, পিছন থেকে হাত চালিয়ে দিয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা অরিন্দম বন্দ্যোপাধ্যায় এলাকা ছাড়া রয়েছেন।


গতকাল দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে তাঁর অনুগামী নির্দল প্রার্থীর হয়ে প্রচার করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। অন্য়দিকে, সংঘর্ষে জড়ালেন আব্দুল করিম চৌধুরী ও উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীরা।  


হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। এবার দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে সরাসরি নিজের অনুগামী নির্দল প্রার্থীর হয়ে প্রচারে করলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। বৃহস্পতিবার ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্দল প্রার্থী আকবর আলির হয়ে প্রচার করেন তিনি।  দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে নির্দলদের ভোট দেওয়ার আবেদনও জানান বিদ্রোহী তৃণমূল বিধায়ক।


এ দিকে, আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থীদের নাম ঘোষণা হতেই উত্তর দিনাজপুরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ইসলামপুরের ছঘরিয়া বুধবার রাতে সংঘর্ষে জড়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও জেলার তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীরা। ঘটনায় বিধায়ক অনুগামী ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ। জেলা সভাপতির অনুগামীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর অনুগামীদের। সব মিলিয়ে ইসলামরপুরের তৃণমূল বিধায়কের বিদ্রোহ ও তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে পঞ্চায়েত ভোটের আগে সরগরম জেলার রাজনীতি। 


আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial