সমীরণ পাল, দেগঙ্গা: ফের নয়া কায়দায় সাইবার প্রতারণা (Cyber Fraud)। মোবাইল ফোন আপডেট করার নামে লিঙ্ক পাঠিয়ে এবার প্রতারণার ছক। প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়ে গেলেন দেগঙ্গার বাসিন্দা ব্যবসায়ী।                       


লিঙ্ক পাঠিয়ে এবার প্রতারণার ছক: দেগঙ্গার দোগাছিয়া গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম। জানা গিয়েছে, মোবাইল ফোন আপডেট করার তাঁকে প্রথমে ফোন করা হয়। এরপর পাঠানো হয় লিঙ্ক। আর সেই অযাচিত লিঙ্কে ক্লিক করতেই বিপদ ঘনিয়ে আসে। ইট ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় সাত লক্ষ টাকা। সর্বশান্ত হয়ে ওই ব্যক্তি হাজির হয়েছেন দেগঙ্গা থানায়। অভিযোগ ওই লিঙ্কে ক্লিক করার পর বন্ধ হয়ে যায় ফোন। কয়েক ধাপে উধাও হয়ে যায় টাকা। 


ওই ব্যবসায়ী জানান, মোবাইলের সিম থেকে কোনও কল করতে পারছিলেন না। পরে নতুন করে তিনি আবার সিম নেন। ব্যাঙ্কের কোনও মেসেজ না আসাই পাস বই আপডেট করিয়ে দেখেন তাঁর চারটি অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় সাত লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রেজাউল ইসলাম ইসলাম দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। দেগঙ্গার থানা থেকে সেই অভিযোগ বারাসাতের ময়নায় সাইবার ক্রাইম থানায় পাঠানো হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই টাকা লোনের টাকা ছিল সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজাউল ইসলাম। পুলিশ প্রশাসনের পক্ষে থেকে বারংবার প্রচার করা সত্ত্বেও একাংশের মানুষ সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পা দিচ্ছেন। খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। কবে ফিরবে হুঁশ? উঠছে প্রশ্ন। 


গত বছর হাওড়ায় ৩৩ লক্ষেরও বেশি টাকা সাইবার প্রতারণার অভিযোগে ওঠে। সেই অভিযোগে গত ১৩ জুলাই শনিবার নিউটাউনের হাউসিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয় ঘটনার দুই মূল চক্রী। পাশাপাশি, উদ্ধার করা হয় ৩ লক্ষ ১৭ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, ৩৮ টি সিম কার্ড, এবং দুটি গাড়ি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Shantiniketan News: গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনার আয়োজন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ২২ শ্রাবণ পালন বিশ্বভারতীতে