কলকাতা: এক চিরন্তন প্রেমের গল্প এবার ওয়েব সিরিজে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে 'পরিণীতা' যে ওয়েব সিরিজের পর্দায় আসছে, এই কথা ইতিমধ্য়েই সবার জানা। সেই 'পরিণীতা'-র ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। অদিতি রায় (Aditi Roy)-এর পরিচালনায় এই ওয়েব সিরিজের ঝলক প্রকাশ্যে আসতেই কী মত নেটিজেনদের? 


এই সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন, গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) ও অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। যে ট্রেলার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে ১৯০৫ সালের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে গল্পকে। তাই সেখানে যেমন উঠে এসেছে এক চিরন্তন প্রেমের গল্প, তেমনই উঠে এসেছে বঙ্গভঙ্গের মতো বিভিন্ন সামাজিক ছবিও। প্রেম, বিচ্ছেদ, অভিমান, মিলন... 'পরিণীতা'-র গল্প সবারই জানা। তবে সেই গল্পকেই এক নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন অদিতি। 


১৫ অগাস্ট 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পাচ্ছে এই সিরিজ। সঙ্গীত পরিচালনা করেছেন, ইন্দ্রদীপ দাসগুপ্ত (Indraadip Das Gupta)। এই সিরিজে শেখরের চরিত্রে দেখা যাবে গৌরবকে। তিনি বলছেন, 'শেখর চরিত্রটার মধ্যে বিভিন্ন আবেগ রয়েছে। যে চরিত্রটার ভিতরে ভিতরে এত দোটানা, অথচ পরিস্থিতির জন্যই তাঁকে কঠিন থাকতে হচ্ছে। এমন চরিত্রে অভিনয় করাটাও ভীষণ চ্যালেঞ্জিং। কাজটা করে আমার ভীষণ ভাল লেগেছে। আশা করি মানুষের খুব ভাল লাগবে।' এই সিরিজ নিয়ে এবিপি লাইভকে গৌরব বলেছেন, 'অনেক সময়ে যেটা হয়, আমরা চিত্রনাট্য পড়ে, একরকম কল্পনা করে ফ্লোরে যাই। আর অভিনয় করতে গিয়ে সব বদলে যায়। পরিণীতায় কাজ করতে গিয়ে মনে হয়েছিল আমি আর পরিচালক একেবারে, একই লাইনে ভেবেছেন। আমার কল্পনা, আবহসঙ্গীত, গান, দৃশ্য পরিকল্পনাগুলো পর্যন্ত মিলে গিয়েছিল অদিতিদির সঙ্গে। আর তাই আমার এই কাজটা একটা ভীষণ ভাল লাগার কাজ হয়েছে। সেই সঙ্গে যদি দর্শকের ভাল লেগে যায়, তাহলে তো সোনায় সোহাগা।'


দেবচন্দ্রিমা এই সিরিজটিতে কাজ করা নিয়ে বলছেন, 'ললিতার মতো একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ধন্য। এই সিরিজটা আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। আশা করি মানুষের এই চরিত্রটা ভাল লাগবে।' পরিচালক অদিতি এই সিরিজটি নিয়ে বলছেন, 'পরিণীতা ছিল একটা ভালবাসা আর প্যাশনের সফর। আমরা চেষ্টা করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর নির্যাস যতটা সম্ভব গল্পে রাখা যায়।'


সিরিজের প্রথম ঝলক নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকেই লিখেছেন, 'শেখর না গিরিণ, কাকে ছেড়ে কাকে দেখব'। অনেকে আবার লিখেছেন, 'দেবচন্দ্রিমাকে ললিতা হিসেবে ভীষণ ভাল লাগছে।' অনেকে লিখেছেন, 'বহুবার পড়া, তবু দেখব। ভীষণ ভাল লাগল ঝলকটা দেখে।'


 



 


আরও পড়ুন: Pori Moni on Bangladesh: 'প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না', কাতর আর্জি পরীমণির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।