পার্থপ্রতিম ঘোষ, ডায়মন্ড হারবার: জঙ্গি-যোগের (Terror Link) অভিযোগে ডায়মন্ড হারবারের (Diamond Harbour News) দু'জন গ্রেফতার। এক জন গ্রেফতার মুম্বই থেকে। অন্য জনকে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবার থেকেই। জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার সমীর হোসেন, সাদ্দাম হোসেন নামের দুই যুবক। তাঁরা দু'জনই ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে। মুম্বই এটিএসের সহযোগিতায় দু'জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এটিএস (West Bengal Police ATS)। 


জঙ্গিযোগের অভিযোগ, গ্রেফতার ডায়মন্ড হারবারের দুই যুবক


ডায়বন্ড হারবারের ওই দুই যুবক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ(North 24 Parganas News) রাখছে বলে কিছু দিন আগেই জানতে পারে বাংলার সন্ত্রাসদমন শাখা। খোঁজ খবর নিতে শুরু করলে ওই দুই যুবকের পরিচয় সামনে আসে। জানা যায়, সীমরের বয়স ৩০ বছর। ৩৪ বছর বয়স সাদ্দামের। এই মুহূর্তে মুম্বইয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন তাঁরা। সেই মতো কয়েক দিন আগে মুম্বই পৌঁছয় বাংলার এটিএস। সেখানে শুরু হয় তল্লাশি।


মুম্বইয়ের নির্মাণ নগর এলাকায় ওই দুই যুবক গা ঢাকা দিয়ে রয়েছেন বলে সম্প্রতি গোপন সূত্রে জানা যায়। সেই মতো মুম্বই পুলিশের এটিএস-কে সঙ্গে নিয়ে শনিবার সকালে নির্মাণ নগর এলাকায় তল্লাশি অভিযান চালায় বাংলার এটিএস। তাতেই ধৃতদের একজনের নাগাল মেলে। 


 



আরও পড়ুন: Jawhar Sircar: দুর্নীতি নিয়ে মুখ খোলার জের! তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়লেন জহর


পুলিশ সূত্রে খবর, সমীর এবং সাদ্দাম বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতেন। মুম্বইয়ে বসে নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা চালাচ্ছিলেন তাঁরা। বাংলার জঙ্গি সংগঠনের কার্যকলাপকে আরও শক্তিশালী করে তোলার কাজ চালাচ্ছিলেন। 


ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে বাংলায় আনা হচ্ছে


পুলিশ জানিয়েছে, ওই যুবককে গ্রেফতার করে এ দিনই আদালতে তোলা হয়। ট্রানজিট রিম্যান্ডে শীঘ্রই বাংলায় আনা হবে তাঁদের। দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে আর কে কে এর সঙ্গে যুক্ত, কাদের মদত রয়েছে নেপথ্যে, তা জানার চেষ্টা করবেন এটিএস আধিকারিকরা। 


অন্য দিকে, পশ্চিম বর্ধমানের লাউদোহার শীর্ষা এলাকায় একের পর এক বাড়িতে ফাটল, চরমে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, ইসিএলের (ECL) খনি থেকে কয়লা উত্তোলনের সময় মাটির নিচে লাগাতার বিস্ফোরণের (Blast) জেরেই বাড়িতে ফাটল ধরছে। ক্ষতিগ্রস্থ বাড়ির বাসিন্দার কথায়, “১৯টি ঘরে ফাটল। ছোট বাচ্চা নিয়ে কোথায় থাকব। ঝড়-বৃষ্টিতে নাজেহাল অবস্থা।’’