রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পাটের জমি থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির মৃতদেহ (Dead Body)। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নওদা থানার ডাকাতিপোতা মাঠে।


গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের নওদায়-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় মুর্শিদাবাদের নওদা থানার ডাকাতিপোতা এলাকায় পাটের জমিতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে তাঁরা দেখেন, ওই ব্যক্তির কাটা মাথাটি একটি পলিথিনের ব্যাগে ঢোকানো অবস্থায় পাশেই পড়ে রয়েছে। দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে গলাকাটা মৃতদেহ পড়ে থাকার খবর। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা খবর দেন নওদা থানার পুলিশকে। জানা গিয়েছে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠায়। তবে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


আরও পড়ুন - Murshidabad: তৃণমূল বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ নবগ্রামে


মহিলার সঙ্গে অশালীন আচরণে যুবককে সালিশি নিদান-


অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক যুবককে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর ছবি ভাইরাল। এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠায় গ্রামে বসে সালিশি সভা। সেখানেই যুবককে শাস্তি দেওয়া হয় বলে দাবি গ্রামবাসীদের। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার, গ্রামের হাটে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবক তাঁর থেকে ফোন নম্বরও চান বলে দাবি ওই মহিলার। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রামে বসে সালিশি সভা। সেখানেই ওই যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। যে ঘটনার কথা স্বীকার করে নিয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'ছেলেটা এসেছিল। সালিশিতে সব সিদ্ধান্ত হয়েছে।'