সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার আমডাঙায় আইএসএফ (ISF)-এর ছাত্র নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধারও হয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, বুধবার রাত দেড়টা নাগাদ আমডাঙার আড়খালি পূর্ব পাড়ায় ISF-এর ছাত্র নেতা জুলফিকর মণ্ডলের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় আগেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি ISF-এর ছাত্র নেতার। কে বা কারা, কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
কী অভিযোগ:
গতকাল রাত প্রায় দেড় নাগাদের ঘটনা। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত আড়খালি পূর্ব পাড়া। হঠাৎ পরপর বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায়, জুলফিকর মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। বাড়ির সামনে রাস্তায় বোমা ছোড়া হয়ে। কিন্তু কে বা কারা বোমা ছোড়ে তা দেখা যায়নি। পরে দেখা যায়, ওই কর্মীর বাড়ির জানলার নীচে আরেকটি তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিতেই এলাকায় পৌঁছল আমডাঙা থানার পুলিশ।
ওই আইএসএফ কর্মী জুলকিফার মণ্ডল বলেন, 'আমি আইএসএফ করি, আইএসএফ নেতৃত্ব হিসেবে আমডাঙাতে আমি কাজ করছি। ISF-ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি এবং বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা বোমা মেরেছে এখনও জানা যায়নি। তবে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে আমার উপর প্রেশার বাড়ছে।'
আগেও দ্বন্দ্ব:
কয়েকদিন আগেও আইএসএফ-তৃণমূল তরজায় উত্তপ্ত হয়েছিল দেগঙ্গা। কদিন আগেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলের কর্মিসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল আইএসএফ নেতার বিরুদ্ধে। সেই সভামঞ্চে দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে আইএসএফ নেতা মহম্মদ কুতুবুদ্দিন পুরকাইত তৃণমূলকে হুমকি দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরেই শুরু হয়েছিল শোরগোল। একে অপরের বিরুদ্ধে আক্রমণ করেছিল দুই দল। আইএসএফ-এর বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক মহম্মদ কুতুবদ্দিন পুরকাইত বলেন, 'পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীদের যতই মারধর করুন বা জেলে ভরুন না কেন, ইটের জবাব পাথরে দেব আমরা। আমাদের ছেলেদের লাঠি দেখালে, আমরা হাতুড়ি দেখাব।' কেন এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন ওই আইএসএফ নেতা। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে যদি তৃণমূল গন্ডগোল পাকানোর চেষ্টা করে আমরা প্রতিরোধ করব।'
আরও পড়ুন: চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ভাইরাল অডিও ঘিরে শোরগোল