ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : খুন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে আতঙ্কে। প্রোমোটারের দৌরাত্ম্যের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার খড়দার মহিলা চিত্রশিল্পী ও তাঁর মা। তুললেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। জানালেন লিখিতভাবে। আগেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার (Promoter)। নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশও (Police)।


প্রোমোটারের দাদাগিরির প্রতিবাদ করে জুটেছে মার ! করা হয়েছে শ্লীলতাহানি। তার পরেও পুলিশ কিছু না করায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার খড়দার (Khardah) আক্রান্ত মহিলা চিত্রশিল্পী ও তাঁর মা।তাঁদের আশঙ্কা, যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন। চিত্রশিল্পীর দাবি, ২০০৬ সালে ১৪ লক্ষ টাকা দিয়ে সোদপুরে ফ্ল্য়াট কেনেন। ২০১২ সাল থেকে থাকতেও শুরু করেন।


কিন্তু অভিযোগ, বার বার অনুরোধ করা সত্ত্বেও প্রোমোটার রণজয় সাহা কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি দেননি। তার ফলে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়নি। গত ১ তারিখ ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন প্রোমোটারের সহযোগীরা। প্রতিবাদ করলে মারধর ও শ্লীলতাহানি করা হয় শিল্পীর। মারধর করা হয় তাঁর বৃদ্ধা মাকেও। খড়দা থানার দ্বারস্থ হলেও অভিযোগ নিতে গড়িমশি করা হয় বলে অভিযোগ। তার মধ্যেই আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন অভিযুক্ত প্রোমোটার।


এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান মা-মেয়ে। যান নবান্নেও। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। শিল্পী ও তাঁর মায়ের দাবি, তাঁরা মুখ্যমন্ত্রীর অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। তদন্ত চলছে।
                                                                                               


আরও পড়ুন- বিধানসভায় আলোচনার সময় বিরোধী বক্তাদের না দেখানোর অভিযোগ শুভেন্দুর, পাল্টা স্পিকারের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial