সমীরণ পাল, মধ্যমগ্রাম: ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) বইয়ের স্টলে জ্যোতিষের বইয়ের (Astrology Book) ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মধ্যমগ্রামে (Madhyamgram News)। এ নিয়ে শোকজের মতো কড়া পদক্ষেপ করেছে ফরওয়ার্ড ব্লক। ঘটনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) মধ্যমগ্রামের। এ নিয়ে ওই বাম দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।   


ফরওয়ার্ড ব্লকের স্টলে জ্যোতিষের বই!


অষ্টমীর সন্ধেয় রাসবিহারীতে বামেদের বইয়ের স্টলে হামলার অভিযোগ, আর আর তার প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনার সাক্ষী থেকেছে শহর। এ বারও বামেদের বইয়ের স্টল নিয়ে বিতর্ক। তবে অন্য কারণে।


উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে, সোদপুর-বারাসাত রোডের ওপর উত্‍সব উপলক্ষে বইয়ের স্টল দিয়েছে ফরওয়ার্ড ব্লক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ফরওয়ার্ড ব্লকের বইয়ের স্টলে রাখা হয়েছে জ্যোতিষের বই।     

বাম দলের বুক স্টলে কেন জ্যোতিষের বই? এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।  কার্যতই আলোড়ন পড়ে গিয়েছে জেলা জুড়ে। বুধবার অবশ্য স্টলে গিয়ে দেখা গেল, সরিয়ে ফেলা হয়েছে জ্যোতিষের বইটি, বিতর্কের জেরেই সম্ভবত। তবে মার্কসবাদী রাজনীতি ও সাহিত্যের বইয়ের পাশাপাশি দিব্যি শোভা পাচ্ছে পূরাণ এবং আয়ুর্বেদ সংক্রান্ত বই। 


আরও পড়ুন: Hamro Party: পাহাড়ে বিরোধী দলে ভাঙনের ইঙ্গিত, সরব হামরো পার্টির অজয় এডওয়ার্ডস


এ নিয়ে মধ্যমগ্রামের ফরওয়ার্ড ব্লক কর্মী সুকমল দত্ত বলেন, ‘‘আমাদের অন্য বইও তো রাখা আছে। শুধু পার্টির বই নয়, গল্পের বইও জায়গা পেয়েছে।’’ উত্তর ২৪ পরগনা  ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা মধ্যমগ্রাম পার্টিকে সতর্ক করেছি। যারা করেছে, তাদের শোকজ করা হয়েছে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’


এ নিয়ে ফরওয়ার্ড ব্লককে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এবং  বিজেপি। মধ্যমগ্রাম টাউন তৃণমূল সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওদের সংগঠন নেই, হতাশায় ভুগছে, সেই কারণে জ্যোতিষে আশ্রয় নিয়েছে।’’ মধ্যগ্রামের বিজেপি নেতা প্রদীপ সাহা বলেন, ‘‘ওদের দূরবীন দিয়ে দেখতে হবে। অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে।’’ 


বাম দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি


এক সময় ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল বারাসাত। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু। সেই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত মধ্যমগ্রামে বইয়ের স্টলে জ্যোতিষের বই রাখা নিয়ে বিতর্কের জেরে অস্বস্তিতে ফরওয়ার্ড ব্লক।