সমীরণ পাল, মধ্যমগ্রাম: সাতসকালে মধ্যমগ্রাম বাজারে হানা (Vegetable Price Hike) দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। ধরা পড়ল একাধিক অনিয়ম। আলু-পেঁয়াজের গুদামে নথি নেই, ওজন পরিমাপ যন্ত্রও নেই। বাজারদরেও বিস্তর ফারাক। ব্যবসায়ীদের সতর্ক করেন টাস্ক ফোর্সের সদস্যরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে খাদ্য দফতর, কৃষি বিপণন দফতরের আধিকারিকদের পাশাপাশি বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে।
একাধিকের অনিয়মের অভিযোগ: বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে এবার পথে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে এবার প্রশাসনের নিশানায় বেআইনি মজুতদাররা। এদিন সকালে মধ্যমগ্রাম বাজারে আলু-পেঁয়াজের এরকমই একটি গোডাউনে হানা দিল জেলা প্রশাসন। সেখানে ধরা পড়ল একাধিক বেনিয়ম। অভিযোগ, না আছে লাইসেন্স, না আছে কোনও নথি। এসব ছাড়াই মধ্যমগ্রাম বাজারের আলুর বেআইনি মজুতদার গৌর দে দীর্ঘদিন ধরে বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আলু-পেঁয়াজ মজুত রেখে তিনি চড়া দামে বিক্রি করেন বলে অভিযোগ। তাই সরেজমিনে দেখতে আধিকারিকরা পৌঁছে যান তাঁর গোডাউনে।
টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক মমতার: শাক সবজি থেকে মাছ-মাংস। দাম বাড়তে বাড়তে কার্যত মধ্য়বিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতেই ঘেমে নেয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছিলেন, "বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময়ে ছিল ২২ টাকা। এবারে আছে ৩৫ টাকা। পিঁয়াজ, গতবারে এই সময় ছিল ৩৫ টাকা। পটল ৩৫ টাকা বাপরে বাপ। ঢেঁড়শ, ঢেঁড়শ নামটাই তারও এত দাম! তো লোকে খাবে কী?আমার মনে হয় বেশি মুনাফার লোভে, কিছু লোক আছে না বেশি লোভী হয়ে গেছে আরও চাই আরও চাই ফলে এর ফলে এর পিছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। নানা রকম চক্র কাজ করে। বড় চক্র।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।