সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দায় (kharda) দম্পতির রহস্য়মৃত্য়ু। বাড়ি থেকে উদ্ধার হল স্ত্রীর গলার নলি কাটা ও স্বামীর ঝুলন্ত দেহ। পারিবারিক সূত্রে খবর, ব্য়বসায় লোকসানের জেরে আর্থিক অনটনের ফলে অশান্তি চলছিল ওই দম্পতির মধ্যে। কী কারণে মৃত্য়ু? খতিয়ে দেখতে তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার খড়দায় দম্পতির মৃত্য়ু ঘিরে দানা বাঁধল রহস্য়। রবিবার সকালে উদ্ধার হয় খড়দার পাতুলিয়া এলাকার বাসিন্দা পাপ্পু সাউ ও পূজা সাউয়ের মৃতদেহ। বাচ্চার কান্না শুনে আত্মীয়দের খবর দেন স্থানীয়রা। তাঁরা এসে দরজা খুলে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, ঘরের মধ্য়ে গলার নলি কাটা দেহ উদ্ধার হয়েছে স্ত্রীর এবং স্বামীর ঝুলন্ত দেহ পাওয়া গেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বলেন, 'আজকে সকালবেলা আমরা একটা খবর পেলাম এখানে একটা বাড়ি আছে। এটা পাতুলিয়া এলাকায়। এখানে বাড়িতে একই ঘরের মধ্যে। ওনার বউকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।'
মৃত দম্পতির পরিবারিক সূত্রে খবর, আমেদাবাদে ব্য়বসা করতেন পাপ্পু। ব্য়বসায় লোকসান হওয়ায় ফিরে আসেন তিনি। আর্থিক অনটনের জেরে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল তাঁদের মধ্যে। মৃত দম্পতির আত্মীয় সঞ্জয় সাহা বলেন, 'পারিবারিক অশান্তি তো সবার মধ্যেই হতে থাকে। এদের মধ্য়েও অশান্তি ছিল। ইদানিং এদের মধ্যে অশান্তি হচ্ছিল। কী কারণে সেটা আমাদের সঙ্গে কোনও দিন আলোচনা হয়নি।'
বাড়ির পাশে ঝোপ থেকে রক্ত মাখা ছুরি উদ্ধার হয়েছে। পাতুলিয়া পঞ্চায়েতের (Patulia Panchayat) উপপ্রধান কিশোর বৈশ্য বলেন, 'সকালবেলা বাড়িতে একটা ফোন যায় বউ খুন হয়ে গেছে এবং স্বামী দড়িতে ঝুলছে। আমরা আসি এসে দেখলাম বউ গলা কাটা অবস্থায় পড়ে আছে। আর স্বামী ঝুলছে। পুলিশ তদন্ত করছে। মনে হচ্ছে পারিবারিক অশান্তিতে। উল্টো দিকের জমির মধ্যে একটা ছুরি পাওয়া গেছে। ছুরিতে রক্ত লেগে ছিল। পুলিশ বাজেয়াপ্ত করেছে।' মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায় রহড়া থানার পুলিশ। ঠিক কী কারণে মৃত্য়ু? খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।