Samsung Galaxy Tab S9 Series: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস (Samsung Galaxy Tab S9 FE Plus) - এই ট্যাবলেট ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩ (Flipkart Big Billion Days Sale 2023) চলাকালীন এই ট্যাব দেশে লঞ্চ হবে। ফ্লিপকার্টের এই সেল শুরু হতে চলেছে ৮ অক্টোবর এবং তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আটদিন ব্যাপী এই সেলে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন (Samsung Galaxy Tab S9 FE) মডেল লঞ্চের পরিকল্পনাও রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থার। যদিও স্যামসাং কর্তৃপক্ষ তাদের গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। এক্স মাধ্যমের একটি পোস্ট দেখে শুরু হয়েছে জল্পনা। এক্স মাধ্যমের এই পোস্টে একটি ট্যাব এবং তার সঙ্গে একটি stylus পেনের ছবি দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই ট্যাবলেটটি হল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস। এর সঙ্গে রয়েছে একটি এস পেন। তবে স্যামসাং সংস্থা এই দুই ট্যাব সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ লঞ্চ হয়েছিল। সেখানে ছিল গ্যালাক্সি ট্যাব এস৯, এস৯ প্লাস এবং এস৯ আলট্রা। এবার স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ আসতে চলেছে ভারতে।
কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন ট্যাব এবং দাম কত হওয়ার সম্ভাবনা রয়েছে
সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস মডেলের দাম ভারতে হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩- এ এই ট্যাব কেনা যাবে। অনুমান, দামের ক্ষেত্রে ছাড় থাকতে পারে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস৯ ফ্যান এডিশন ৪ অক্টোবর লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে স্যামসাং কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কিছু জানায়নি।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস- এই দুটো ট্যাবলেটেই থাকতে পারে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন মডেলে থাকতে পারে ১০.৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। অন্যদিকে ফ্যান এডিশন প্লাস মডেলে ১২.৪ ইঞ্চির এলসিডি মডেল থাকতে পারে বলে শোনা গিয়েছে। এই দুই ট্যাব পরিচালিত হবে Android 13-based One UI 5.1 OS- এর সাহায্যে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে থাকতে পারে ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি সাপোর্ট রয়েছে।