সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের রিগিং রুখতে কড়া দাওয়াই বাতলালেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তৃণমূলের কর্মীসভায় করা বিধায়কের মন্তব্য। ভোটের আগে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা, কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হওয়ার বার্তা দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, 'ভোট শান্তিপূর্ণ হবে, ভোট অবাধ হবে, আমি কথা দিচ্ছি।' তিনি বলেছিলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। সেখানে অমিত শাহ-নরেন্দ্র মোদি বাংলায় সভা করবে বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, '৪০ কেন ৫০০ সভা করুক, কিছু যায় আসে না। এর আগেও তো মিটিং করা হয়েছে।' অভিষেকের তোপ, ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও।


কড়া দাওয়াই:
পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হওয়ার আশ্বাস আগেই বারবার দিয়েছেন দলের সেনাপতি। এবার গ্রামবাংলার নির্বাচনে রিগিং রুখতে কড়া দাওয়াই দিলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি আরও বলেন, 'আমিও দাঁড়িয়ে থাকব, পুলিশও দাঁড়িয়ে থাকবে, আমিও ছেলেপিলে নিয়ে দাঁড়িয়ে থাকব। যে এসব করতে আসবে তাকে উল্টে কেলাব।' তৃণমূল সূত্রে খবর, হালিশহরে দলীয় কর্মীসভায় বিধায়ক এই মন্তব্য করার পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জোর জবরদস্তি নয়, ভোটের জন্য মানুষের দরজায় যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। তিনি বলেন, 'মানুষের কাছে গিয়ে আবেদন করতে হবে ভোটের জন্য।'


যদিও, বিজেপি কটাক্ষের সুরে বলছে, তৃণমূল মুখে গণতন্ত্র্রের কথা বলে, আর ভোটের সময় লুঠ করে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'ইমেজ বিল্ডিং এর চেষ্টা। এসব আই প্যাকের কলাকুশলীদের দিয়ে তৈরি করা। ওরা কত ভাল করে ভোট করাতে চায় আমাদের জানা আছে।' শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিরোধী দলনেতা। এদিকে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্য়ায়কে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। 


কী বললেন বিধায়ক:
তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, 'একটা চোর তাঁর বিচার চলছে, আরেকটা চোর তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছে, এই জন্যে এই দুবছরে কোনও অভিযোগ নেই।' যেকোনও দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। তার আগে ক্রমশই সুর চড়ছে শাসক-বিরোধীর। 


 


আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, সিজিও কমপ্লেক্সে তাপস-কুন্তল বচসা