সুকান্ত মুখোপাধ্যায়, নারকেলডাঙা: বিদ্য়ুৎ চুরির (Electricity Theft) প্রতিবাদ জানানোয় আক্রান্ত যুবক। তাঁকে গুলি করে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। তাতে সুবিধা করতে না পেরে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
বিদ্য়ুৎ চুরি নিয়ে অভিযোগ জানানোতেই হামলা বলে অভিযোগ
উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নারকেলডাঙার (Narkeldanga News) সেকেন্ড লেনের কসাই বস্তি এলাকার ঘটনা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিমের। অভিযুক্ত এলাকারই যুবক মহম্মদ শাহিদ। অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শাহিদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকায় বিদ্য়ুতের বিল অস্বাভাবিক রকম বেশি আসছিল। তাতেই শাহিদের উপর নজর পড়ে সকলের। হুকিং করে এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগ রয়েছে আগে থেকেই। সেই নিয়ে ওয়াসিম CESC-র কাছে অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাতেই তাঁর উপর হামলা হয় বলে আশঙ্কা স্থানীয়দের।
অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত
জানা গিয়েছে, সোমবার রাতে ওয়াসিমের উপর চড়াও হন শাহিদ। তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়। কিন্তু কোনও কারণে গুলি বেরোয়নি বন্দুক থেকে। তাতেই বন্দুকের বাঁট দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। প্রতিবাদী ওই যুবকের মুখ ও মাথা বন্দুকের বাঁট দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে নারকেলডাঙা থানায়। তবে অভিযুক্ত এখনও পর্যন্ত অধরা।
এ দিকে, ফলতায় তোলা দিতে রাজি না হওয়ায় এক ইঞ্জিনিয়ার এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ। অভিযোগ, নার্সারির জমিতে মাটি ফেলার কাজের জন্য ২ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান। টাকা না দেওয়ায় ফলতায় এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অবশ্য এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন।