সমীরণ পাল, গোপালনগর: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গোপালনগরে (Gopalnagar) কলেজে চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ১০টি আলমারি ভেঙে প্রায় দেড় লক্ষ টাকার বেশি চুরি হয়েছে বলে অভিযোগ। দিনকয়েক আগে এই কলেজেরই অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে কলেজের হিসেবরক্ষকের বিরুদ্ধে। দুটি ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।


ভাঙা হয়েছে সিসি ক্যামেরা (CCTV), তালা। লন্ডভণ্ড আলমারি।  অভিযোগ, নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এভাবেই লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার  গোপালনগর নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে (Nahata Jogendranath Mandal Memorial College) ১০টি আলমারি ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল।  কলেজের নৈশপ্রহরীর দাবি, ভোরের দিরে তিনি ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, কলেজের গেটের তালা ভাঙা। তড়িঘড়ি তিনি খবর দেন কর্তৃপক্ষকে।  পরে দেখা যায়, কলেজের মোট ১১টি তালা ভেঙে, ভারপ্রাপ্ত হিসেব রক্ষকের আলমারি থেকে দেড় লক্ষ ও আরেকটি আলমারি থেকে ৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।


ঘটনার তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ।  দিনকয়েক আগে এই কলেজেই য়ে ধুন্ধুমার বাধে। অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে কলেজের হিসেবরক্ষকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, প্রথমে অধ্যক্ষের ঘরে ঢুকে দরজার ছিটকিনি ভিতর থেকে বন্ধ করে দেন হিসাবরক্ষক। তারপর অধ্যক্ষকে চড়থাপ্পড় মারতে শুরু করেন তিনি। অধ্যক্ষের চিৎকার শুনে নন টিচিং স্টাফরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। অভিযোগ এক কর্মী বাধা দিতে গেলে ব্যাগ থেকে দা বের করে তাঁর হাতে কোপ মারেন হিসাবরক্ষক। কলেজ সূত্রে অভিযোগ, মাস ছয়েক আগেও হিসাব নিয়ে বিবাদে অধ্যক্ষকে হুমকি দিয়েছিলেন ওই হিসাবরক্ষক। ইতিমধ্যেই অভিযুক্ত হিসাবরক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।  সেই কলেজেই এবার উঠল চুরির অভিযোগ। ৫দিনের ব্যবধানে ঘটা দুটি ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন: Birbhum News: ফের চালু হল ব্যবসা, বিধি মেনে বীরভূমে খুলল হোটেল, রিসর্ট