সমীরণ পাল, ব্যারাকপুর: রাজ্যের দৈনিক সংক্রমণে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নাম। ব্যারাকপুর পুর (Barrackpur Municipality) এলাকাতেও বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগী হল পুরসভা। ব্যারাকপুর পুর এলাকায় করোনা আক্রান্তদের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন ব্যারাকপুর পুরসভার উপ পুর প্রশাসক শুভ্র কান্তি বন্দ্যোপাধ্যায়।
কেন এই হেল্পলাইন নম্বর? ব্যারাকপুর পুরসভার (Barrackpur Municipality) উপ পুর প্রশাসক শুভ্র কান্তি বন্দ্যোপাধ্যায় জানান, পুর এলাকায় যাঁরা করোনা আক্রান্ত তাঁদের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার থেকে ওষুধ কিংবা কাঁচা সবজি সমস্ত পরিষেবায় দেওয়া হবে সম্পূর্ণ নিখরচায়। এই হেল্পলাইন পরিষেবার নাম দেওয়া হয়েছে পাশে আছি। 8276917277 হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের প্রয়োজনের কথা জানাতে পারবেন পুর নাগরিকরা।
করোনা সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর পুরসভা এলাকার পরিস্থিতিও। পুরসভা সূত্রে খবর, গত দু-দিনে দ্বিগুণের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।সোমবার সংক্রমিত হয়েছে ১৫৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩৪৯ জন। ব্যারাকপুর পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা উত্তম দাস বলেন, “মাইক্রো কনটেনমেন্ট জোনের কথা ভাবছি না। সংক্রমণ খুব বেড়েছে। ৩ দিন বাজার খোলা। সোম-বুধ, শুক্র বাজার খোলা। যারা আক্রান্ত হয়েছেন তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে পুরসভা। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।’’
দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। পাল্লা দিয়ে দৈনিক সংক্রমণ বাড়ছে এ রাজ্যেও। আক্রান্ত ও মৃত্যুর নিরিখে কলকাতার পরেই দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই পরিস্থিতিতে আরও কড়া বিধিনিষেধের পথে হাঁটছে জেলা প্রশাসন। অশোকনগর কল্যাণগড় পুরসভা সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত পুর এলাকায় শুক্রবার ও শনিবার বাজার বন্ধ থাকবে। অন্যদিকে,সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় হাবরা পুর এলাকায় শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার জয়গাছির বস্ত্রহাটও বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
একদিকে যখন সংক্রমণে রাশ টানতে কড়াকড়ির পথে হাঁটছে প্রশাসন, তখনও একাংশের উদাসীনতায় লাগাম পরানো যাচ্ছে না। বারাসাতের কাছারি মাঠের বাজারে বুধবারও বিধিভঙ্গের ছবি ধরা পড়ে। ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করেন বারাসাত পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর। এদিকে, ১৩ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে পড়ায় ৭ তারিখ থেকে বন্ধ নিউ ব্যারাকপুরে পুরসভার ২টি স্বাস্থ্যকেন্দ্র।
আরও পড়ুন: Bankura Rain: ফের অসময়ের বৃষ্টি, জমিতে জমছে জল, মাথায় হাত আলু ও সব্জি চাষীদের