সমীরণ পাল, বীজপুর: তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি (Firing Bullets) ছোড়ার অভিযোগ নৈহাটিতে (Naihati News)। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই তৃণমূল নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।


উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নৈহাটির শিবদাসপুরের ঘটনা। বুধবার রাতে স্থানীয় তৃণমূল নেতা রানা দাশগুপ্তের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। রানা জানিয়েছেন, অন্তত দু’জন দুষ্কৃতী মিলে হামলা চালায় তাঁর উপর। মোটর সাইকেলে চেপে আসে তারা। গুলি ছুড়ে তডিঘড়ি ঘটনাস্থল থেকে চম্পট দেয়।


বুধবার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রানা। সেখান থেকে চালক, তিনি এবং আরও দু’জন গাড়িতে চেপে ফিরছিলেন। পথে কিছু ক্ষণের জন্য গাড়ি দাঁড় করান তাঁরা। সেই সময়ই হামলা হয় বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা। রানা জানিয়েছেন, প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তার পর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি এসে লাগে গাড়ির দরজায়। তার পরই মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।


আরও পড়ুন: Adhir Chowdhury : সন্তানকে হারিয়েও ভাইকে জেতাতে ভোট দিয়েছিলেন, দিদি রেণুকার কাছে ফোঁটা নিলেন অধীর


এই ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়। হালিশহর পাঁচ মাথার মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। দোষীদের গ্রেফতারির দাবি জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের গ্রেফতারির আশ্বাস দিলে তবেই বিক্ষোভ ওঠে।


তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই হামলার পিছনে কে বা কারা যুক্ত থাকতে পারে, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে।


যদিও গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ বিজেপি-র। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যে এবার গৃহযুদ্ধ শুরু হবে। তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসকে মারবে।"