সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বন্ধুদের সাথে পাহাড়ে ট্রেকিং-এ (Trekking) গিয়ে মৃত্যু হল ডাক্তারি পড়ুয়ার (Medical Student Death)। ঘটনাটি হাবরা কুমড়া গ্রাম পঞ্চায়েতের নবপল্লী এলাকার। বছর হয়েছিল মাত্র বাইশ ! জানা গিয়েছে, পাহাড়ে ওঠার পথে শ্বাসকষ্টজনিত কারণে তার সমস্যা তৈরি হয়। হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি।


মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল আরজিকরের চতুর্থ বর্ষের ছাত্র সায়ন মন্ডল


এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে। আরজিকর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন  সায়ন মন্ডল। ওই কলেজেরই তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ১২ তারিখ হরিদ্বার ঘুরতে যান সায়ন । ব্রহ্মনাথ পাহাড়ের ১২ হাজার কিলোমিটার ওপরে উঠে সায়নের শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন সেখানেই। এরপর বন্ধুবান্ধব এবং অন্যান্য লোকজন উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে ওই হাসপাতালে মৃত্যু হয় সায়ন মন্ডলের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 


গতবছর উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে মৃত্যু হয় বাঙালি ট্রেকারের


প্রসঙ্গত, গতবছর উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে মৃত্যু হয় বাঙালি ট্রেকারের। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়ে তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে তাঁর। গতকাল উত্তরাখণ্ড থেকে ফোনে পরিবারকে সে কথা জানানো হয়। নেশা ছিল পাহাড়। সেই পাহাড়ে গিয়েই আর ফিরলেন না নিমতার নির্মল বিশ্বাস। ১১ অক্টোবর একটি ট্রেকিং সংস্থার সঙ্গে উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে ট্রেকিংয়ের জন্য রওনা দেন, বছর ৪৩ এর  ট্রাভেল এজেন্ট নির্মল। পরিবারের বক্তব্য, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়েন নির্মল। ১৯ অক্টোবর প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয় তাঁর। উত্তরাখণ্ড থেকে ফোনে মৃত্যুর খবর জানানো হয়। এর আগেও বেশ কয়েকটি ট্রেক করেছেন নির্মল। এবার পাড়ি দিয়েছিলেন অন্যতম দুর্গম পাসে। কিন্তু ট্রেক সম্পূর্ণ করার আগেই পাহাড়ের বুকেই প্রাণ হারালেন নিমতার বাসিন্দা।


আরও পড়ুন, গ্রেফতার আইএসএফ বিধায়ক, 'নৌশাদ ভাল মানুষ', বললেন শুভেন্দু


 ভ্রমণের প্রতি ভালবাসাই কি কাল হল ?


পরিবার সূত্রে জানা গিয়েছে, ভ্রমণের প্রতি ভালবাসা থেকে সেই পেশাতেই ছিলেন নির্মল। পাহাড়ের প্রতি অমোঘ আক্রর্ষণ ছিল তাঁর। সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়তেন। আগেও একাধিকবার এমন ট্রেকিংয়ে গিয়েছেন। গতবারও লক্ষ্মীপুজো মিটতেই রওনা দেন। যে দিন মারা যান নির্মল, সে দিন প্রচুর তুষারপাত হয় বলে জানা গিয়েছে। তীব্র ঠান্ডায় আটকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।গতবছর তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডে। বরফে ঢেকে যায় হেমকুণ্ড। টানা তুষারপাত চলে। তৃতীয় কেদার তুঙ্গনাথেও তুষারপাত হয়।