সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও অমিতাভ রথ, কলকাতা: ২০১৯ সালের ৮ জুন খুন হন সন্দেশখালিতে দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল। ৩ বিজেপি কর্মীর খুনের মামলায় অন্যতম অভিযুক্ত হল শেখ শাহজাহান। এবার সেই সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার CBI তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন, কার্তিক মহারাজকে এবার আইনি নোটিস, থানায় হাজিরার নির্দেশ নবগ্রাম থানার পুলিশের
২০১৯-এ সন্দেশখালির ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ন্যাজাটে তিন বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও একজনের দেহ এখনও উদ্ধার করা যায়নি। এই অবস্থায় গতবছর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার। সেই মামলায় এদিন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন। এই মামলার প্রাথমিক চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহানের।
সন্দেশখালিতে ফের সিবিআই তদন্তের নির্দেশ! এবার ৬ বছর আগে ৩ বিজেপি কর্মীকে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলাতেও অন্যতম অভিযুক্ত, একদা সন্দেশখালির ত্রাস সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান! ২০১৯ সালের ৮ জুন ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট। ৩ বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এলাকায় পতাকা খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। শুরু হয় বোমাবাজি-গুলি! বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই বিজেপি কর্মীর চোখে গুলি করা হয়।এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হলেও, এখনও দেহ উদ্ধার হয়নি আরেক বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের দেহ! কিন্তু পরিবারের অভিযোগ তাকেও খুন করা হয়েছে। এই ঘটনায় প্রথমে তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, প্রাথমিক চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহানের।পরবর্তীকালে আদালতের নির্দেশে তদন্তভার নেয় CID.এরপরই গতবছর জানুয়ারি মাসে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। চলতি মাসেই সন্দেশখালিতে গিয়ে সেই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেছিলেন, শাহজাহান তো ভিতরে আছেই। কাদের মোল্লা-সহ সমস্ত খুনিদের শুধু ভিতরে করা নয়, যাতে ফাঁসি হয় তার আওয়াজ তুলব আমরা।' এবার এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত খুনের ঘটনায় CBI-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন।