সমীরণ পাল, দেগঙ্গা: ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রের। পাশাপাশি এই ঘটনায় এক মহিলা-সহ দুজন মারাত্মকভাবে জখম হয়েছে। তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার সোহাই নুনিয়াটি মোড়ে বেলেঘাটা ইছাপুর রোডের উপরে।


ভয়াবহ পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইছাপুরের দিক থেকে মোটরসাইকেলে করে ওই স্কুল ছাত্র বেলেঘাটার দিকে যাচ্ছিল।অপরদিকে একজন মহিলাকে নিয়ে আরেকজন বাইক আরোহী ইছাপুরের দিকে যাচ্ছিল। নুনি আটি মোড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তখনই রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম রবিউল খান(১৯)। তিনি নুর নগরের খেজুরডাঙ্গার বাসিন্দা। স্থানীয়রা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে পাঠায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হতেই বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে খবর পেয়ে দেগঙ্গা তোমার বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এবং ইতিমধ্য়েই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে বেলিয়াঘাটা ইছাপুর রোডে প্রায় এক ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।


ফের রাজ্যে বেপরোয়া গতির বলি


প্রসঙ্গত, রাজ্যে বেপরোয়া গতির বলির উদাহরণ ভুরিভুরি (Accident)। সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। প্রায়শই অভিযোগ ওঠে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। কখনও কখনও মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। তবে এবার কালী পুজোর রাতে (Kali Puja 2023) যে মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas ), তা অন্য সমীকরণই তৈরি করেছে।


আরও পড়ুন, বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের সওয়াল, মুখ খুললেন ফিরহাদ 


পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনা জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন যুবকের। এই দুর্ঘটনায় মৃতের পরিবারের বিস্ফোরক অভিযোগ তুলেছিল। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় পথ দুর্ঘটনায়  মৃত্যু হয়েছিল তিন যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া,সুজিত হালদার এবং অমিত মাঝি।তারা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা।