উত্তর ২৪ পরগনা : স্বরূপনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। স্বরূপনগরে 'কালা দিবস' পালন তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের।
আরও পড়ুন, '..ত্রুটি কী ? তাঁরা পশ্চিমবঙ্গের', BJP শাসিত রাজ্যে বাঙালি শ্রমিক 'খুনে' আক্রমণ অভিষেকের
'কালা দিবসের' অনুষ্ঠানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করছেন বিধায়ক, অভিযোগ বিক্ষুব্ধদের। যাঁরা ফ্লেক্স দিয়েছে তাঁরা তৃণমূলের কেউ নয়, দাবি তৃণমূল ব্লক সভাপতির। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূলের মহিলা সংগঠনের শহর স্তরের কমিটি গঠন ঘিরে, তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছিল অশান্তি, বাকবিতণ্ডা। প্রকাশ্যে চলে এসেছিল তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্ব। তৃণমূলের আদি অর্থাৎ বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, নতুন তৈরি করা শহর কমিটি থেকে বাদ পড়েছিলেন একাধিক পুরনো কর্মী। যদিও গোটা ঘটনাকে আমল দিতে নারাজ নব্য গোষ্ঠী। এদিকে গোটা ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
কথা কাটাকাটি, বাগ্বিতণ্ডা! তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের শহর স্তরের কমিটি গঠনে আদি-নব্যের দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।মহিলা তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর বিরুদ্ধে, ক্ষোভ উগরে দিল আরেক গোষ্ঠী। তৃণমূল কর্মী ও 'আদি' গোষ্ঠীর সদস্য শাশ্বতী দাস বলেন, কমিটিটাতে মহিলা টাউন প্রেসিডেন্ট..ওঁরা নিজেরা মিলে নিজেদের মতো করে, টাউন নিজেদের মতো করে সাজিয়েছে। যখন আমরা বলতে যাই ওঁরা আমাদের ওপর চড়াও হয়েছে, চড়াও হয়েছে মানে উচ্চৈঃস্বরে কথা বলা। স্বাভাবিকভাবে ওঁরা যখন চড়াও হয়েছে তখন আমাদেরও একটু গলাটা চড়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমব্রম বলেছিলেন, গীতা দি আর শাশ্বতী দি আগে বান্ধবী মতো ছিলেন আগে। ব্যক্তিগত কিছু কারণে ওঁদের মধ্যে কিছু হয়তো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের মহিলা সংগঠনের দক্ষিণ দিনাজপুর শাখায়, ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের অনুগামীদের একটি গোষ্ঠী রয়েছে।তারই মধ্যে আবার আদি ও নব্যের নিরিখে দু'ভাগ হয়ে আছেন মন্ত্রীর-অনুগামীরা।'নব্য' গোষ্ঠীতে রয়েছেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী স্নেহলতা হেমব্রম।'আদি' গোষ্ঠীতে রয়েছেন অভিযোগকারী তৃণমূল কর্মীদের মধ্যে অনেকেই।তৃণমূলের মহিলা সংগঠনের জেলা থেকে শুরু করে, ব্লক, অঞ্চল ও শহর স্তরের কমিটি ঘোষণা করেছিলেন স্নেহলতা হেমব্রম। আদি বলে পরিচিত বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ,তালিকায় জেলা-ব্লক-অঞ্চল নিয়ে কোনও সমস্যা না হলেও, মহিলা তৃণমূলের শহর স্তরের কমিটি ঘিরে শুরু হয়েছিল গন্ডগোল।