পার্থপ্রতিম ঘোষ, নিমতা: ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ (Businessman Death)। নিমতায় (Nimta) বিজনেস পার্টনারের বাড়ি থেকে উদ্ধার দেহ। নিহত ব্যবসায়ীর নাম ভাবিয়া লাখানি। 


অপহরণ করে খুনের অভিযোগ: ব্যবসায়ীকে অপহরণ করে খুন নিমতার রবীন্দ্রপল্লিতে। নিমতায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে উইকেট দিয়ে পিটিয়ে মারার অভিযো। বিজনেস পার্টনার অনির্বাণ গুপ্তর বাড়ির জলের ট্যাঙ্কের নীচে লুকিয়ে রাখা হয় দেহ। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়। মৃত ভাবিয়া লাখানি ভবানীপুরের বাসিন্দা। তাঁর ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। আরও একজনকে আটক করা হয়েছে। 


পুলিশ সূত্রে খবর, শোভাবাজার এলাকা থেকে কাগজে মোড়ানো অবস্থায় উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। বিজনেস পার্টনারের কাছ থেকে ২১ লক্ষ টাকা পেতেন ওষুধ ব্যবসায়ী, তাই নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, সোমবার অফিসের মিটিংয়ে বালিগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বছর ৪৪-এর ভাবিয়া লাখানি। দুপুর ৩টে নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে শেষবার কথা হয়। তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল শোভাবাজার এলাকায়। পরে সেখান থেকেই উদ্ধার হয় ব্যবসায়ীর ফোন। বালিগঞ্জ থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড ও গুন্ডাদমন শাখা।


এদিকে রাতের কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। চা খেতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে, তরুণীকে চা খেতে যাওয়ার প্রস্তাব দেন ৩ জন যুবক। এরপর তরুণীকে নিয়ে ধাপা এলাকায় পৌঁছে যান ৩ জন। তরুণীর অভিযোগ, গাড়ির মধ্যে তাঁকে ধর্ষণ করা হয়। সোমবার প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযুক্ত ৩ যুবকই অভিযোগকারিণীর পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন গুপ্ত ও বিকাশ দত্ত। খোঁজ চালানো হচ্ছে, শ্রীকান্ত নামে আরেক অভিযুক্তের। পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ২ অভিযুক্তই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Loksabha Election 2024: প্রার্থী তালিকা ঘোষণার পরই ময়দানে, তমলুকে প্রচার শুরু দেবাংশুর