পার্থ প্রতিম ঘোষ, নিমতা: নিমতায় (Nimta) ব্যবসায়ীর হাড়হিম করা হত্যাকাণ্ড। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে সেখানে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয় বলেও অভিযোগ। গ্রেফতার করা হয়েছে বিজনেস পার্টনার। কী কারণে খুন হলেন ভবানীপুরের (Bhowanipore) ওষুধ ব্যবসায়ী ভাবিয়া লাখানি?
হাড়হিম করা হত্যাকাণ্ড: বস্তাবন্দি করে জলের ট্যাঙ্কের নীচের ফাঁকা অংশে ঢুকিয়ে রাখা হয়েছিল দেহ। রাতারাতি দেহের চারপাশে গেঁথে দেওয়া হয়েছিল দেওয়াল। তাতেও শেষ রক্ষা হল না।বুধবার ভোরে প্রকাশ্যে এল নিমতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। উদ্ধার করা হল নিখোঁজ ব্যবসায়ীর দেহ। ঘটনায় গ্রেফতার ২। এর আগে গত সপ্তাহেই পর পর তিন দিন তিনটি খুনের ঘটনা ঘটেছে কলকাতায়। এবার হাড়হিম করা খুন কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার নিমতায়।
কী অভিযোগ পরিবারের?
মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, বালিগঞ্জে শেয়ার ট্রেডিংয়ের অফিস রয়েছে ভাবিয়া লাখানির। সম্প্রতি তিনি ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ নেন। বাগড়ি মার্কেটে দোকান নিয়ে ওষুধ রাখতে শুরু করেন। অনির্বাণই তাঁকে ওষুধ সরবরাহ করতেন। পুলিশ সূত্রে খবর, অগ্রিম হিসেবে ৫০ লক্ষ টাকা নিলেও ওষুধ সরবরাহ করতে পারেননি অনির্বাণ। তাই নিয়েই ব্যবসায়ীর সঙ্গে বিবাদ শুরু হয়।
কীভাবে খুন?
পুলিশের দাবি, খুনের জন্য পরিকল্পনামাফিক ব্যাট ও উইকেট আগেই কিনে এনেছিলেন ব্যবসায়ীর বিজনেস পার্টনার। কিছু টাকা ফেরত দেবেন বলে টোপ দিয়ে সোমবার ব্য়বসায়ীকে নিজের বাড়িতে ডাকেন তিনি। এরপর উইকেট দিয়ে পিটিয়ে খুন করেন ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, সোমবার নিজের পাড়ায় দুটি ব্যাট বিলি করেন অনির্বাণ। তাতেই সন্দেহ গাঢ় হয়। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় মৃতের বিজনেস পার্টনারকে। ঘটনা থেকে নজর ঘোরাতে মৃতের মোবাইল ফোন শোভাবাজার এলাকায় যৌনপল্লির কাছে পাওয়া গিয়েছে বলে দাবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Arjun Singh: 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত' জানিয়ে দিলেন অর্জুন সিংহ