সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাতের বেলায় দুষ্কৃতী তাণ্ডব। উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেশনের কাছে শ্যুটআউট, মৃত ১। এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি। স্টেশন সংলগ্ন এলাকায় আচমকা গুলি দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় শম্ভুনাথ গায়েনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন ভর্তি হাসপাতালে।


রবিবার রাতে আচমকা এমন ঘটনা ঘটে। বসিরহাট স্টেশন যথেষ্ট ব্যস্ত এলাকা। সেখানেই এমন শ্যুটআউটের ঘটনা ঘটে। যেখানে এই হামলা ঘটেছে। সেই জায়গাটি স্টেশনের সংলগ্ন এলাকা। 


স্থানীয় সূত্রের খবর, মৃত শম্ভুনাথ গায়েন এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, ওই এলাকা যথেষ্ট জনবহুল। এদিন রাত নটা নাগাদ কয়েকজন বেশ কয়েক রাউন্ড গুলি চলার আওয়াজ শোনেন। তারপরেই অনেকে মিলে সেদিকে ছুটে যান। গিয়ে দেখেন শম্ভুনাথ গায়েন নামে ওই ব্যক্তি পড়ে রয়েছেন। আরও একজন গুলিবিদ্ধ।


শম্ভুনাথ গায়েনের বয়স বছর ৩০, তিনি স্থানীয় বাসিন্দা। তাঁর বুকের নীচে গুলি লেগেছে বলে সূত্রের খবর, তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক সন্দেহ, এলাকায় দখলের লড়াই থেকেই বিরোধী পক্ষের দুষ্কৃতী দলের কেউ এই গুলি চালাতে পারে। অন্য কোনও ঘটনাও ঘটতে পারে। পাশাপাশি আরও একজন যিনি জখম হয়েছিলেন, তিনি কলকাতার বাসিন্দা, দমদম লাগোয়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, কোনও একটি অনুষ্ঠানের জন্য তিনি বসিরহাট গিয়েছিলেন। ফেরার সময় গুলিচালনার মাঝে পড়ে যাওয়ায় তাঁর গায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


বসিরহাটে যখন এই ঘটনা ঘটেছে। তখন সেদিনই খাস কলকাতায় গণপিটুনির ঘটনা ঘটেছে। চোর সন্দেহে চলল এলোপাথাড়ি মারধর। এক জন নয়, তিনজন ব্যক্তিকে মারধর করা হল। স্থানীয়দের একাংশ অভিযোগ তুলেছেন, এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এলাকায় যথেষ্ট নজরদারি রয়েছে। গল্ফগ্রিনের গণপিটুনির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কেন এমন ঘটনা? গল্ফ গ্রিনের বাসিন্দাদের একাংশের অভিযোগ, সম্প্রতি এলাকায় একের পর এক বাড়িতে চুরি হয়েছে। সন্ধে নামলেই এলাকায় বসে নেশার আসর। 


আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial