সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বীরবাহা হাঁসদা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্য নিয়ে ফের পথে তৃণমূল। তৃণমূল বিধায়ক এবং আদিবাসী সমাজের প্রতিনিধি বীরবাহা হাঁসদা সম্পর্কে কুমন্তব্যের অভিযোগে মধ্যমগ্রামে রেল অবরোধ করল তৃণমূল। শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিকে চলে বিক্ষোভ। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন। সমস্যায় পড়েন যাত্রীরা।


তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ট্যুইটও করেছিল তৃণমূল। 'মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করাই শুভেন্দুর স্বভাবের দ্বিতীয় দিক। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে অসাংবিধানিক কথা শুভেন্দুর। মহিলাদের সম্মান নিয়ে তাঁদের উপদেশ, নিষ্ঠুর পরিহাস', ভিডিও ট্যুইট করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের।


একদিকে যখন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ( Akhil Giri ) বিরুদ্ধে রাষ্ট্রপতি সম্পর্কে কু-মন্তব্য করার অভিযোগ এনে থানায় থানায় অভিযোগ জমা পড়েছিল, ঠিক তখনই শুভেন্দুর ( Suvendu Adhikari) বিরুদ্ধে সিঙ্গুর (Singur) থানায় লিখিত অভিযোগ দায়ের হল। বীরবাহা হাঁসদা ( Bir Baha Hansda) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। সিঙ্গুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ। এই লিখিত অভিযোগ দায়ের করলেন সিঙ্গুরের দুই আদিবাসী যুবক।


'তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?'
অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করেও, কুকথা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে নিশানা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, সেটা কি ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো দেখতে বলাটা কি রুচিকর? ' 


অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ মমতার
অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন বিজেপি অখিল ইস্যুতে আদিবাসীদের সম্মানের প্রশ্ন তুলে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে, তখন পাল্টা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ট্যুইট করে, আদিবাসীদের প্রতি বিজেপির মনোভাব নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।


আরও পড়ুন: ক্লাস টু পাস করে ডাক্তারি! চাইলেন ২৮ হাজার, জলপাইগুড়ির এই 'ভুয়ো' ডাক্তারকে চেনেন?