সমীরণ পাল, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality) ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী রমেশ সাউয়ের ছেলেকে মারধরের অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার লাগানোর সময় কয়েকজন মদ্যপ যুবক ব্যারাকপুরের রাসমণি ঘাটের সামনে ঝামেলা করছিল। এর প্রতিবাদ করায় রমেশ সাউয়ের ছেলের উপর অতর্কিতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
যারা হামলা চালিয়েছে, তাদের মদত দেওয়ার অভিযোগ এই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লর দলবলের বিরুদ্ধে। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেস প্রার্থী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, শাসক দলের নিজেদের তোলাবাজি নিয়ে ঝামেলা।
আরও পড়ুন বিজেপি প্রার্থীদের আশীর্বাদ, কুশল বিনিময়, বিরল সৌজন্য দেখালেন ব্যারাকপুরের পৌর প্রশাসক
অন্যদিকে, রাজ্যের শতাধিক পুরসভার ভোটের মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক। ‘জেলে যেতে হলে হাত গরম করেই যাব।’ পুরভোটে বিজেপির প্রার্থী ও কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন সুকান্ত মজুমদার! ইতিমধ্যেই তাঁর মন্তব্যের এই ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
সোমবার ভোররাতে উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরে বিজেপির একটি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেদিনই হাবড়ার ২৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় দলীয় প্রার্থী শুভঙ্কর হালদারের হয়ে প্রচারে আসেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ভাঙচুর হওয়া পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সেখানে তখন ভাঙচুর হওয়া পার্টি অফিসের মেরামতি নিয়ে আলোচনা চলছে। তখনই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, ‘মার খেয়ে কেস খেয়ে জেলে যাওয়ার কোনও মানে হয় না। ঠিক আছে? জেলে যখন যেতেই হবে, হাত গরম করে যাব।’
ভাইরাল এই ভিডিও সামনে আসার পর পুরভোটের মুখে বিজেপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। হাবড়া থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।