সমীরণ পাল উত্তর ২৪ পরগনা : কার্যত দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আগামী বছরের শুরুতেই নির্বাচনের দামামা বাজবে প্রত্যাশা রেখেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর তোড়জোড়। সঙ্গে একে অপরের প্রতি হুমকি-হুঁশিয়ারির বহর।


রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে রাজনৈতিক অশান্তির খণ্ডচিত্র। সেই সংঘাতের মধ্যেই সৌজন্যের নজির উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরে। বিজেপি (BJP) মণ্ডল সভাপতির মায়ের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে হাজির হলেন তৃণমূল (TMC) বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল বিধায়কের যে আচরণে আপ্লুত বিজেপি নেতা।


সৌজন্যের অন্য ছবি


স্কুলে নিয়োগ দুর্নীতির মামলা থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার নিয়ে পঞ্চায়েত ভোটের আগে যখন তৃণমূল-বিজেপি সংঘাতের পারদ ক্রমেই চড়ছে, তখন উত্তর ২৪ পরগনায় দেখা গেল সৌজন্যের ছবি। এক ছাদের তলায় যুযুধান দুই পক্ষ। একজন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এবং অন্যজন অশোকনগরের বিজেপি মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে।


সম্প্রতি বিজেপি নেতার মা মারা গিয়েছেন। সেই খবর পেয়ে তাঁর বাড়িতে যান তৃণমূল বিধায়ক। নারায়ণ গোস্বামীর যে কাজে অপ্লুত বিজেপি নেতা। অশোকনগরের বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে বলেছেন, 'উনি কথা দিয়েছিলেন আসবেন বলে। ভাল লাগছে।' কেন তাঁর আসা? তৃণমূল বিধায়ক জানিয়েছেন, 'নির্বাচনের সময় থেকে চিনি। ভাল লোক।'


পঞ্চায়েতের ভোটের আগে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি। কিন্তু, এসবের মাঝেই অন্য নজির তৈরি করল সৌজন্যের এই ছবি। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে যে ছবি কার্যত বিরল।


প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বরানগরে মুখোমুখি মঞ্চে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা তাপস রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানেও তাঁদের মধ্যে দেখা যায় সৌজন্যের ছবি। যদিও পরে জোটে কটাক্ষও। বরানগরের টবিন রোডে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে মুখোমুখি তৃণমূল বিধায়ক তাপস রায় ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজনৈতিক সৌজন্য বজায় রেখেও তাপস রায়কে উদ্দেশ্য করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। পাল্টা বিজেপি সাংসদকে ঘর সামলাবার পরামর্শ বরানগরের তৃণমূল বিধায়কের। সবমিলিয়ে সৌজন্যের আবহেই জারি ছিল কটাক্ষও।


আরও পড়ুন- বাবা কংগ্রেস নেতা, ছেলে বিজেপির, একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল মুর্শিদাবাদে