মুম্বই: বেশ কয়েকবার মুক্তির দিন বদলের পর অবশেষে ১১ অগাস্ট মুক্তি পায় আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ছবিতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। আর তাঁর বিপরীতে ছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। অনেক প্রত্যাশা সত্ত্বেও বক্স অফিসে দাগ কাটতে পারেনি এই ছবি। বিভিন্ন মহলে এই ছবি প্রশংসিত হলেও বক্স অফিস কালেকশনে ব্যর্থ হয়। ছবি তৈরির বাজেটও তুলতে পারেনি 'লাল সিং চাড্ডা'। আর এই ছবির ব্যর্থতার পর কঠিন সিদ্ধান্ত নিলেন আমির খান নিজেই।
'লাল সিং চাড্ডা'র ব্যর্থতার পর কী করতে চান আমির খান?
সম্প্রতি দিল্লিতে তাঁর ছেলেবেলার বন্ধুদের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্যে উপস্থিতি। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা তিনি জানালেন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'লাল সিং চাড্ডা' তৈরি করতে নির্মাতাদের বাজেট ছিল ১৮০ কোটি টাকার মতো। কিন্তু বক্স অফিস কালেকশনে এই ছবি আয় করতে পেরেছে ৬০ কোটি টাকার মতো। আরও আনুষাঙ্গিক আরও কিছু আয় রয়েছে এই ছবির। কিন্তু সব মিলিয়েও বাজেটের ১৮০ কোটি টাকা ঘরে তুলতে পারেনি 'লাল সিং চাড্ডা' প্রযোজকরা। ছবির ব্যর্থতার পর এবার কিছুদিন পর্দা থেকে বিরতি নিতে চান আমির খান। অভিনয়ের পরিবর্তে পরিবারে কিছুটা সময় দিতে চান বলে সম্প্রতি তিনি জানিয়েছেন।
আরও পড়ুন - Ram Charan: এবার বাংলা ছবিতে রাম চরণ? কোন ছবি? নায়িকা কে?
সদ্যই নিজের আগামী ছবি 'চ্যাম্পিয়ন'-এর (Champion) ঘোষণা করেন আমির খান। স্বাভাবিকভাবেই দর্শকেরা তাঁর এই প্রোজেক্ট ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিন্তু আগামী ছবির ঘোষণা করলেও, অভিনয় থেকে দেড় বছরের বিরতি নেওয়ার কথাও একইসঙ্গে জানিয়ে দিলেন অভিনেতা। তাঁকে বলতে শোনা যায়, 'যখন অভিনেতা হিসেবে আমি কোনও ছবিতে কাজ করি, তখন আমি সেটার মধ্যে এতটাই ঢুকে যাই যে, আমার জীবনের আর কোনও ঘটনাকেই দেখতে পাই না। অনুভব করছি, এবার আমি একটি বিরতি নিতে চাই। আমি আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। আমার মা এবং সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই। অনুভব করছি, প্রায় ৩৫ বছর হয়ে গেল আমি কাজ করছি। এবার একটু অভিনয় থেকে বিরতি নিতে চাই।'
আগামী ছবি 'চ্যাম্পিয়ন' প্রসঙ্গ আমির খান বলেন, ''চ্যাম্পিপন' ছবিটা আমি প্রযোজনা করব কারণ, আমি ছবিটার উপর বিশ্বাস করছি। আমার মনে হয় এটা সত্যিই খুবই ভালো একটা গল্প।'