সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : হাতে সিসিসিটিভি ক্যামেরা হাতে যাদবপুরে (Jadavpur University) পৌঁছে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নজরদারির স্বার্থে তা লাগানোর পক্ষেই সওয়াল করেছিল টিএমসিপি। একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব তখন উল্টোদিকে স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির(TMCP) ! যে ঘটনার জেরে তৈরি হয় উত্তেজনা। ভাঙচুর চলল এক কলেজে।


সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম কলেজ। যার জেরে অধ্যক্ষের ঘরে তাণ্ডব চলে। ভাঙচুর করা হয় আসবাব, সিসিটিভি। পড়ুয়াদের দাবি 'অন্যায়ভাবে ছাত্রীদের কমন রুম, টিচার্সদের কমনরুমে সিসিটিভি লাগানো হয়েছে। অধ্যাপিকা ও ছাত্রীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছে'। এদিকে, অধ্যক্ষের অভিযোগ, বহিরাগত ও পড়ুয়াদের একাংশ হামলা চালিয়েছে। পাল্টা পড়ুয়াদের সমর্থন শিক্ষক-শিক্ষিকাদের একাংশের। তারা দ্বারস্থ হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পড়ুয়াদের সমর্থন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের। 


পড়ুয়াদের একাংশের অভিযোগ, কলেজে আসার পর থেকে অধ্যক্ষ মহম্মদ আফসার আলি একনায়কতন্ত্র চালাচ্ছেন। উনি ইচ্ছাকৃত এমন কাজ করছেন, যাতে সকলের সমস্যা তৈরি হয়। সিসিটিভি লাগানোর প্রসঙ্গে তাঁদের বক্তব্য, কলেজে সিসিটিভি লাগানোর বিরোধীতা করছি না আমরা। কিন্তু এমন সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে, যা যুক্তিযুক্ত নয়, তারই প্রতিবাদ করা হচ্ছে। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের বাথরুমের বাইরে, ছাত্রীদের কমনরুমে (Common Room) লাগানো হয়েছে সিসিটিভি, যেগুলো কী আদৌ প্রয়োজন। প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। 


পাল্টা অধ্যক্ষ বলেছেন, কলেজের গভর্নিং বডির বৈঠক চলাকালীন ভেতরে ঢুকে এসে মূলত বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে। সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। কেন শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রীদের কমনরুমে সিসিটিভি লাগানো হয়েছে, সে নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে অধ্যক্ষের দাবি, আগে শ্লীলতাহানির ভুয়ো অভিযোগ আনা হয়েছিল আমার বিরুদ্ধে। সিসিটিভি থাকার জেরে তথ্যপ্রমাণের সুবাদে বেঁচে গিয়েছিলাম। তাই সকলের নিরাপত্তা যাতে ঠিকভাবে নেওয়া যায়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।


                                                    


আরও পড়ুন- অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ভয়ঙ্কর জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের পর্দাফাঁস, দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial