উত্তর ২৪ পরগনা: ভৌগলিক অবস্থান (North 24 Parganas Geographical Situation): কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। জেলার একাংশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। ওপারে হুগলি জেলা (Hooghly)। জেলার আরেকদিক যশোর রোড (Jessore Road) হয়ে বাংলাদেশ (Bangladesh) সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই জেলা অবস্থিত। এই জেলা উত্তর ও পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নদিয়া জেলা দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা দক্ষিণে অবস্থিত। পশ্চিমে হাওড়া, হুগলি ও কলকাতা অবস্থিত। 

গতকাল ৭ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও Real Feel ৪৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৪ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৪৪ শতাংশের আশেপাশে। 

আজ ৮ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যদিও Real Feel ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭০ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৫৩ শতাংশের আশেপাশে। এদিন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

হাওয়া বদলের পূর্বাভাস: চাতক পাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর। জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি দিয়ে রবিবারই রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ষা ঢুকবে উত্তর পূর্ব ভারতেও। এর ৪৮ ঘণ্টা পর বর্ষা ঢুকবে এরাজ্যে। উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা।  আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে।’’ ইতিমধ্যেই কেরল এবং উত্তর-পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। কেরলে বর্ষা ঢোকার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গেও বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। • জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি , জেনে নিন যোগ্য়তা ও আবেদনের পদ্ধতি