Weather Update: ফের কমল তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকেই জাঁকিয়ে পড়তে পারে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সম্প্রতি কয়েক ডিগ্রি পারদ কমলেও আশাতীত প্রভাব পড়ছিল না দুই দিনাজপুরে। এবার বদলাতে পারে সেই আবহাওয়া। সঙ্গে সকাল থেকেই সঙ্গী হতে পারে কুয়াশা।
হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই অনেকটাই কমতে পারে উত্তর দিনাজপুরের তাপমাত্রা। হাওয়া মোরগ বলছে, আজ পরিষ্কার আকাশ থাকবে দিনভর। পাশাপাশি শীতের আমেজ পাবে জেলার মানুষ। তবে মাঝে মাঝেই কুয়াশায় আবরণে ঢাকা পড়বে জেলা। তাতে তাপমাত্রার পারদ কমায় কোনও তফাত হবে না। উল্টে বাড়তে পারে হিমেল হাওয়া।
ওয়োদার রিপোর্ট বলছে, তাপমাত্রা সকালে ১৭ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাতের দিকে এই তাপমাত্রা ১৩ ডিগ্রিতে চলে যাবে বলে আশা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৫ কিমি বেগে বইতে পারে উত্তরের বাতাস। তবে রাতের দিকে পারদ নামার সম্ভাবনা রয়েছে। আগামী কদিন এই পরিবেশ বজায় থাকবে জেলায়।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকালে জেলার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণে । তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। তবে চিন্তা বাড়াতে পারে ঘন কুয়াশা। সকালের সঙ্গে সঙ্গে রাতেও সমস্যা সৃষ্টি করতে পারে ধোঁয়াশা। সেই সঙ্গে বাড়বে শীতের কামড়।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।