Weather Update: আজ  দিনভর মেঘাচ্ছন্ন থাকবে উত্তর দিনাজপুরের আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। তবে দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৭টার আবহাওয়া বলছে, বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৩ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে। সকালেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আদ্রতার পরিমাণ চিন্তায় রাখছে জেলাবাসীকে। সেই ক্ষেত্রে গুমোট গরমে বাড়তে পারে অস্বস্তি। 


South Dinajpur Weather update: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে দক্ষিণ দিনাজপুরে। তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন সকালে ৭টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৯ শতাংশ। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। সকালে জেলার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। এদিন বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা রয়েছে এই জেলায়।


এদিকে, দুই দিনাজপুরে যখন এই অবস্থা তখন কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে মহানগরে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে কলকাতায়। আজ ভ্যাপসা গরমের জেরে নাজেহাল হতে পারে শহর ও শহরতলি। সকাল থেকেই মেঘলা রয়েছে মহানগরের আকাশ। সেই ক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। বৃষ্টি সেভাবে না হলে আদ্রতাজনিত সমস্যা বাড়তেই থাকবে। বিকেল পর্যন্ত এই আবহাওয়া থাকলে ঘামে নাকাল হবে শহরবাসী।


আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টি চলবে। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar), এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নামতেই বৃষ্টি দেখা দিচ্ছে উত্তরবঙ্গের কিছু অংশে।