Weather Update: প্রখর রোদের মাঝেও থাকবে হালকা হিমেল অনুভূতি। গরমে প্যাচপ্যাচে ঘামে ভুগতে হবে না দুই দিনাজপুরবাসীকে। অন্তত তেমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মেঘ,বৃষ্টি এখন অতীত কথা। আজও দিনভর রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দুই দিনাজপুরে।
শুক্রবার সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে দুই জেলায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার তাপমাত্রা বলছে, সকালে ২১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে দুই জেলার তাপমাত্রা। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দুই দিনাজপুরে। চলতি সপ্তাহেও প্রথম দুদিন বষ্টিতে ভিজেছে দুই দিনাজপুর। সেই ক্ষেত্রে রাজ্যের অন্যান্য় জেলার মতোই গরম বাড়বে এই দুই জেলায়।
আগামী কয়েকদিন বাড়বে দুই দিনাজপুরের তাপমাত্রা। তবে সকাল সন্ধ্যায় হিমেল ভারত পরশ পাবে জেলাবাসী। আজ দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। দুদিন আগেও যা ২৭ ডিগ্রির মধ্য়ে ঘোরাফেরা করছিল। সেই ক্ষেত্রে আদ্রতা তেমন বৃদ্ধির সম্ভাবনা কম। ফলে হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠবে না জেলাবাসীর। উল্টে ঠান্ডা হাওয়ার অনুভূতি থাকবে দিনভর।
চলতি সপ্তাহে তাপমাত্রা থাকবে বিগত কয়েকদিনের থেকে অনেকটাই বেশি। হাওয়া অফিস বলছে, শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া মোরগ বলছে, গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে এসেছে দুই দিনাজপুরের তাপমাত্রা। কয়েকদিন ধরেই দুই দিনাজপুরে মেঘলা আবহাওয়া তৈরি হয়েছিল। জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। সপ্তাহের প্রথম থেকেই জেলার বিভিন্ন অংশে বৃষ্টির সাক্ষী থেকেছে জেলাবাসী।যদিও এই আবহাওয়া আর থাকবে না সপ্তাহ শেষের কয়েকদিন।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি