Weather Update: শীত এখন অতীত কথা। আজ থেকেই গরমের সাক্ষী হতে পারে দুই দিনাজপুর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ৬ টায় উত্তর দিনাজপুরের তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস, কদিন আগেই যা ১১ তে নেমে এসেছিল। সঙ্গে ভোগাতে পারে আদ্রতাজনিত অস্বস্তি।


হাওয়া মোরগের পর্যবেক্ষণ জানাচ্ছে, সকালে হিমেল হাওয়া বইতে পারে জেলার কিছু অংশে। তবে বেলা বাড়তেই অস্বস্তি শুরু হবে জেলায়। আজ দুই দিনাজপুরে সকাল থেকেই পারদ বাড়বে। তবে বেলা পর্যন্ত জেলার কিছু অংশে মেঘলা আকাশ থাকবে। যদিও দুপুরের দিকে ফের ঝলমলে রোদ দেখা যাবে দুই দিনাজপুরে। 


আবহাওয়ার পূর্বাভাস বলছে , আজ উত্তর দিনাজপুরের তাপমাত্রা সর্বোচ্চ ২৭  ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৮ ডিগ্রি। বাতাসে আদ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ। বিকেলের দিকে এই আদ্রতা বৃদ্ধির সম্ভাবনা বেশি।সেই ক্ষেত্রে উদ্বেগ বাড়াতে পারে আদ্রতজনিত অস্বস্তি। গরম বেড়ে ঘাম ঝরতে পারে এই জেলায়।


South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণে। তাপমাত্রার পারদ এই জেলাতেও আজ বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৯৩ শতাংশ। ঘণ্টায় ৫ কিমি বেগে বইতে পারে দক্ষিণের বাতাস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে আরও বাড়বে দুই দিনাজপুরের তাপমাত্রা। সেই ক্ষেত্রে আর শীতের সম্ভাবনা নেই দুই জেলায়। 


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৮  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি