Weather Update: দুপুর পর্যন্ত মেঘে ঢাকা থাকবে জেলা,। কয়েক পশলা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরে। তবে দুপুর হতেই চড়া রোদ ফিরবে জেলায়।দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অন্তত তেমনই বলছে হাওয়া অফিস।


বুধবার জেলার কিছু অংশে মেঘ থাকলেও দুপুর থেকেই পরিষ্কার থাকবে জেলার আকাশ। সকাল থেকেই মেঘে ঢাকা থাকবে আকাশ।  সকাল ৯টার মধ্যেই তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বুধে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরে। রাজ্যের বেশকিছু জায়গায় বৃষ্টি হয়েছে সম্প্রতি। যদিও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা কম দুই দিনাজপুরে। আদ্রতা থাকতে পারে ৯৭ শতাংশ।


 আগামী কয়েকদিন বাড়বে দুই দিনাজপুরের তাপমাত্রা। তবে সকাল সন্ধ্যায় জেলার কিছু অংশে হালকা বা ঝিরি বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে মেঘে ঢাকতে পারে জেলার কিছু অংশ। আজ দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দুদিন আগেও যা ৩৩ ডিগ্রির মধ্য়ে ঘোরাফেরা করছিল। সেই ক্ষেত্রে আদ্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।  


বিগত কয়েকদিনের থেকে অনেকটাই বেশি তাপমাত্রা রয়েছে দুই দিনাজপুরে। হাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় মেঘের আনাগোনা বেড়েছে উত্তর দিনাজপুরে।  কয়েকদিন ধরেই দুই দিনাজপুরে মেঘলা আবহাওয়া তৈরি হয়েছিল। জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। সপ্তাহের প্রথম থেকেই জেলার বিভিন্ন অংশে বৃষ্টির সাক্ষী থেকেছে জেলাবাসী।


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩১  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি