Weather Update:  সপ্তাহের শুরু থেকেই শীতের অনুভূতি পাবে উত্তর দিনাজপুর। সকাল থেকেই সোনা রোদের উপস্থিতি দেখা যাবে জেলায়। তবে বিকেলে জেলার কিছু অংশে আংশিক মেঘ উঁকি দিতে পারে। সেই ক্ষেত্রেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। সারাদিন পরিষ্কার থাকবে জেলার আকাশ। সঙ্গে দোসর হবে হালকা শীতের আমেজ। হাওয়া অফিস বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ইতিমধ্য়েই ছাড়িয়েছে ৯০ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছছে। তবে বেলা বাড়তেই এই তাপমাত্রা অনেকটাই বাড়বে। সেই ক্ষেত্রে দুপুরে ২৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। 


South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। সকাল-বিকেল কোনও পরিস্থিতিতেই মেঘেরে দেখা মিলবে না দক্ষিণে। পরিষ্কার আকাশের সঙ্গে হিমেল হাওয়া অনুভূত হবে জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সকালে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে  জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯১ শতাংশ। দুপুরে জেলার বেশিরভাগ অংশে রাদ ঝলমলে পরিবেশ দেখা যাবে। সেই ক্ষেত্রে শীতের আগাম অনুভূতি পাবে জেলাবাসী।


হাওয়া অফিস বলছে, আজ থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে এই দুই জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রাতের দিকেও একই আবহাওয়া দেখা যাবে জেলায়। হাওয়া মোরগ বলছে, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯০ শতাংশ, রাতে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই কমে যাবে।


বঙ্গের আবহাওয়া-


শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। 


পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় থাকবে মেঘলা আকাশ, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে শীতের আমেজ গায়ে মেখে ঘুরতে বেড়ানোর হিড়িক শুরু হয়েছে ভ্রমণপ্রিয় বাঙালির মধ্যে।