Whatsapp: ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আট থেকে আশি, সকলেই আজকাল অভ্যস্ত হোয়াটসঅ্যাপে। বিশ্বের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তকে নিমেষে যুক্ত করতে পারে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App)। শুধু মেসেজ নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনায়াসে পাঠানো যায় ছবি, ভিডিও এবং অডিও। অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে গেলে তার গুণমান নষ্ট হয়ে যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে হাই-কোয়ালিটি বা উচ্চ গুণমানের ছবি পাঠাবেন সেটাই দেখে নেওয়া যাক। 


গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা এই মাধ্যম নিয়ে অনেক কাজ করেছে। সেখানে মিডিয়া শেয়ারিং সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে কাজকর্ম করে সেগুলো ভাল করার চেষ্টা করেছে মেটা। আর তার ফলেই এখন ভাল গুণমানের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে নিশ্চিন্তে। আর ছবির গুণমান খারাপ হবে না। একদম আসলের মতো হয়তো কোয়ালিটি থাকবে না ছবির। তবে একদম খারাপ মানের ছবতেও পরিণত হবে না। বরং আগের থেকে ভালই থাকবে।


হোয়াটসঅ্যাপে কীভাবে ভাল গুণমানের ছবি পাঠাবেন দেখে নিন 



  • প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপটি খুলে সেখানকার সেটিংস অপশনে যেতে হবে।

  • এরপর স্টোরেজ এবং ডেটা অপশনে গিয়ে সেখানে'মিডিয়া আপলোড কোয়ালিটি' অপশন নেভিগেট করতে হবে।

  • ফটো আপলোড কোয়ালিটি 'অটো' সেট হওয়া উচিত।

  • এখানে ফটো কোয়ালিটি বদলে 'বেস্ট কোয়ালিটি' করা সম্ভব। 


এছাড়া আরও একটি উপায়ে হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি ভাল রেখেও তা পাঠানো সম্ভব। সেক্ষেত্রে ছবিগুলি সাধারণ ভাবে না পাঠিয়ে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে। তাহলে ছবি কোয়ালিটি ভাল থাকবে, নষ্ট হয়ে যাব না। এভাবে ডকুমেন্ট করে একাধিক জিনিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন আপনি। ছবির ক্ষেত্রে ইমেজ ফাইল পাঠাতে হবে ডকুমেন্ট হিসেবে। এভাবেও হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কোয়ালিটি বজায় থাকে। 


সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে বেশ কয়েকটি বহু প্রতীক্ষিত ফিচার। যেমন একসঙ্গে ৩২ জন হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে রাখাযাবে ১০২৪ জনকে। এছাড়াও আসছে হোয়াটসপ কমিউনিটি। সেখানে একসঙ্গে অনেক গ্রুপকে রাখা সম্ভব হবে। ইউজারদের সুবিধায় আগামী দিনে আরও অনেক নতুন ফিচার লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বিশ্বের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সঙ্গে সংযুক্ত রয়েছেন প্রচুর ইউজার। তাদের সুবিধার জন্যই নতুন নতুন ফিচার চালু করে এই সংস্থা। 


আরও পড়ুন- ভারতে কবে চালু হবে ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন ফিচার? খরচ কত হতে পারে