Weather Update: আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকালে পরিষ্কার আকাশ থাকলেও বিকেল থেকেই বদলে যেতে পারে পরিবেশ। দুপুর থেকেই মেঘের সাক্ষী হতে পারে উত্তর দিনাজপুর। সেই ক্ষেত্রে বিকেলে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র এই বৃষ্টি নাও হতে পারে। সকাল ৮টার আবহাওয়া বলছে, ২৯ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮২ শতাংশ। জেলার বাতাস বইছে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: এদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে জেলায়। এদিন আবহাওয়ার পূর্বাভাস বলছে, আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৬ শতাংশ। জেলায় সকালে তাপমাত্রা ছাড়িয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮ কিলোমিটার। সেই ক্ষেত্রে দিনভর মেঘ-রোদের লুকোচুরি দেখে যেতে পারে জেলার আকাশে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
শনিবার দক্ষিণবঙ্গের ৩ জেলা- দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (East and West Medinipore) ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া (Howrah) জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার (Kolkata) কিছু অংশ, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ ও উত্তরবঙ্গের (North Bengal) এক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নদিয়া, পুরুলিয়ায় বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।